Rekha Patra : ভোটের মুখে স্বস্তি, BJP প্রার্থী রেখা পাত্রকে ১৪ জুন পর্যন্ত রক্ষাকবচ হাইকোর্টের – calcutta high court has given relief to rekha patra basirhat bjp candidate ahead lok sabha election


হাইকোর্টে স্বস্তি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের। আগামী ১৪ জুন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।গত ৬ মে সন্দেশখালিতে দু’পক্ষের মধ্যে গোলমাল বাধে। অস্ত্র হাতে একদল হামলার চেষ্টা করে বলে অভিযোগ। বিজেপি সমর্থকরা তাঁদের ধরে ফেলে। পুলিশ অস্ত্র উদ্ধার করলেও অভিযুক্তরা এখনও ফেরার বলে হাইকোর্টে এদিন জানানো হয়েছে। সেই ঘটনার পর থানার সামনে বিক্ষোভ, গার্ড রেল সরানোর চেষ্টার করা হয়। এরপর দিলীপ মল্লিক নামে একজনের বাড়িতে ৪০-৫০ জন গিয়ে লাঠি নিয়ে হামলা করে। তাতে পাল্টা অভিযোগ করা হয় দিলীপ মল্লিকের তরফে।

এদিন কলকাতা হাইকোর্টে রেখার আইনজীবী রাজদীপ মজুমদার জানান, বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে ভুয়ো মামলা করা হয়েছে। আসলে সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচার ও জমি দখলের প্রতিবাদ করার জন্যেই ‘রাজনৈতিক প্রতিহিংসা’র জন্য এই মামলা করা হয়েছে। আদালতে তিনি সওয়াল করেন, তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে হামলার ঘটনাতে ফাঁসিয়ে দেওয়া হয়েছে রেখা পাত্রকে। রেখা পাত্রের নামে দিয়ে এইআইআর করা হয়। সেই এফআইআর খারিজ এবং নিরাপত্তার আর্জি জানান রেখার আইনজীবী।

এদিকে,রাজ্যের আইনজীবী এদিন কলকাতা হাইকোর্টে জানান, ‘অস্ত্র উদ্ধার হলেও অভিযুক্তদের ধরা যায়নি। পুলিশ নিজে মামলা শুরু করেছে।’ আদালত পালটা জানায়, ‘এটা দুর্ভাগ্যজনক। এতদিনেও অভিযুক্ত ধরা পড়ল না। অথচ অস্ত্র উদ্ধার হল। কারা থানার সামনে থেকে ব্যারিকেড সরানোর চেষ্টা করল পুলিশকে তাদের খুঁজে বের করতে হবে। আবার দিলীপ মল্লিকের বাড়িতে হামলা কারা করলো তাও খুঁজে বের করতে হবে পুলিশকে।’

Rekha Patra Net Worth : পুলিশের খাতায় নাম! হাতে নগদ মাত্র ৩ হাজার, রেখা পাত্রর ট্যাঁকের হালহকিকত

আপাতত ১২ জুন পর্যন্ত FIR স্থগিত করল হাইকোর্ট। আগামী ১২ জুন পরবর্তী শুনানি। তবে ১৪ জুন পর্যন্ত রেখা পত্রের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলায় কোনও পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।

হাতে নগদ মাত্র ১৩ হাজার! গয়না-গাড়ি রয়েছে? BJP প্রার্থী রেখা পাত্র-র সম্পত্তি কত জানেন?
উল্লেখ্য, এই মাসের শুরুতেই সন্দেশখালি নিয়ে একের পর এক স্টিং অপারেশনের ভিডিয়ো (যাচাই করেনি এই সময় ডিজিটাল) প্রকাশ্যে আসে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। এই ভিডিয়োকে ভুয়ো বলে দাবি করেন অভিযুক্ত বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। এর প্রতিবাদে রেখা পাত্র-র নেতৃত্বে সন্দেশখালিতে ফেরে আন্দোলনে নামে বিজেপি মহিলা কর্মী, সমর্থকরা। তবে ভোটের আগে রেখা পাত্রের এই রক্ষাকবচ গেরুয়া শিবিরকে অনেকটাই স্বস্তি দিল বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *