Srijan Bhattacharya,সুজনের পর বিক্ষোভের মুখে সৃজন, ‘গো ব্যাক’ স্লোগান, ইটবৃষ্টির অভিযোগ – agitation against jadavpur cpim candidate srijan bhattacharya during lok sabha election roadshow


প্রচারে বেরিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে যাদবপুর লোকসভা কেন্দ্রের নাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এলাকাবাসীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে ঘিরে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ। গাড়ির সামনে শুয়েও পড়তে দেখা যায় কয়েকজনকে। ঘটনার জেরে মঙ্গলবার সকালে তীব্র উত্তেজনা ছড়াল যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পঞ্চসায়র এলাকায়। যদিও এভাবে বামেদের রোখা যাবে না বলে পালটা দাবি করেছেন যাদবপুরের বাম প্রার্থী।জানা গিয়েছে, মঙ্গলবার পঞ্চসায়রের শহীদ স্মৃতি কলোনীতে এলাকায় প্রচারে বের হন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সেই সময়ই বিক্ষোভের মুখে পড়েন তিনি। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করার পাশাপাশি, তাঁর পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এমনকী সিপিএম প্রার্থীকে গিরে ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। যদিও এই ভাবে বামেদের আটকানো যাবে না বলেই দাবি করেছেন সৃজন। একইসঙ্গে যাদবপুরে তাঁরাই জিতবেন বলেও দাবি বাম প্রার্থীর।

এখানেই শেষ নয়, গত রাতে নাকতলায় সিপিএম-এর হোর্ডিং ফ্লেক্সও ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে রাত আড়াইটে নাগাত ৩ জনকে দেখা গিয়েছে বলে দাবি বাম কর্মী সমর্থকদের। ঘটনায় সিপিএম-এর দাবি, প্রতিপক্ষ ভয় পেয়েই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। গোটা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এর আগে সোমবার দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দায় প্রচার কর্মসূচি চলানোর সময় ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীও। যার জেরে খড়দা থানার সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

উল্লেখ্য কলকাতা সংলগ্ন দমদম ও যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার কংগ্রেসের সমর্থনে প্রার্থী দিয়েছে সিপিএম। দমদম লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াইতে রয়েছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। দমদম কেন্দ্রে সুজন লড়ছেন ওই আসনের দীর্ঘদিনের সাংসদ সৌগত রায় ও বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তর বিরুদ্ধে। অন্যদিকে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও বিজেপি প্রার্থী অনীর্বাণ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইতে নেমেছেন সৃজন।

তৃণমূল ও বিজেপি প্রার্থীদের টক্কর দিতে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন বাম প্রার্থীরাও। আগামী ১ তারিখ শেষ দফার নির্বানে ভোটগ্রহণ রয়েছে দমদম ও যাদবপুর কেন্দ্রে। তার আগেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বাম প্রার্থীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *