এখানেই শেষ নয়, গত রাতে নাকতলায় সিপিএম-এর হোর্ডিং ফ্লেক্সও ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে রাত আড়াইটে নাগাত ৩ জনকে দেখা গিয়েছে বলে দাবি বাম কর্মী সমর্থকদের। ঘটনায় সিপিএম-এর দাবি, প্রতিপক্ষ ভয় পেয়েই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। গোটা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এর আগে সোমবার দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দায় প্রচার কর্মসূচি চলানোর সময় ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীও। যার জেরে খড়দা থানার সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
উল্লেখ্য কলকাতা সংলগ্ন দমদম ও যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার কংগ্রেসের সমর্থনে প্রার্থী দিয়েছে সিপিএম। দমদম লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াইতে রয়েছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। দমদম কেন্দ্রে সুজন লড়ছেন ওই আসনের দীর্ঘদিনের সাংসদ সৌগত রায় ও বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তর বিরুদ্ধে। অন্যদিকে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও বিজেপি প্রার্থী অনীর্বাণ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইতে নেমেছেন সৃজন।
তৃণমূল ও বিজেপি প্রার্থীদের টক্কর দিতে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন বাম প্রার্থীরাও। আগামী ১ তারিখ শেষ দফার নির্বানে ভোটগ্রহণ রয়েছে দমদম ও যাদবপুর কেন্দ্রে। তার আগেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বাম প্রার্থীদের।