Trinamool Congress : জয়ের আঁচ পেয়েছেন কর্মীরা, ভোটের রাতেই কল্যাণের সমর্থনে বিজয় মিছিল তৃণমূলের – tmc organised victory rally for kalyan banerjee after lok sabha election at serampore


লোকসভা নির্বাচনের পঞ্চম দফা নির্বাচন সম্পন্ন হল সোমবার। মোট সাতটি কেন্দ্রের মধ্যে অন্যতম আকর্ষণীয় কেন্দ্র ছিল শ্রীরামপুর। তিনবারের জয়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার এই কেন্দ্র থেকে লড়ছেন। ভোট মিটতেই শ্রীরামপুর লোকসভার অন্তর্গত জগৎবল্লভপুরে আয়োজন করা হল বিজয় মিছিলের।ভোট গণনার আগেই শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিজয় মিছিল করলেন জগৎবল্লভপুরের তৃণমূল কংগ্রেস কর্মীরা। সোমবার সন্ধ্যায় ভোটগ্রহণ কেন্দ্র থেকে ইভিএম শ্রীরামপুরের স্ট্রং রুমে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস কর্মীরা আনন্দে মেতে ওঠেন।

জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের নেতৃত্বে জগৎবল্লভপুর ২নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্কুলমোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় সামনে থেকে বিজয় মিছিল বের করা হয়। মিছিলের পাশাপাশি তাঁরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। এই কেন্দ্র থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চিত ভাবে জিতছেন বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ জানান, আমরা গত দেড়-দু’মাস ধরে মানুষের কাছে গিয়েছি। প্রচার করেছি। সারাদিন ভোট দেখে আমরা একটা ধারণা করতে কী হতে পারে। সেই কারণেই, আমাদের জয় উপলব্ধি করতে পেরেই আমরা এই বিজয় মিছিলের আয়োজন করেছি। এই কেন্দ্র থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক লাখের বেশি ব্যবধানে জিতবেন বলে দাবি করেন তিনি।

‘আমরা করব জয়’ গানের আসরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, ২০০৯ সালে এই কেন্দ্রে প্রথমবারের জন্য তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেবারই এক লাখের বেশি ব্যবধানে জিতে আসেন তিনি। এরপর টানা তিনবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে জিতে আসে। এবার নির্বাচনে তিনি জয়লাভ করলে শ্রীরামপুর কেন্দ্রে একটি রেকর্ড তৈরি হবে। এর আগে এই কেন্দ্রে টানা চারবার কেউ জয়ী হননি।

‘গো ব্যাক’ থেকে জুতো প্রদর্শন, হুগলিতে লকেটের ‘টাফ ডে অ্যাট ওয়ার্ক’
এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবীর শঙ্কর বসু। অন্যদিকে, সিপিএমের তরফে এই কেন্দ্রে দাঁড় করানো হয়েছিল তরুণ প্রার্থী দীপ্সিতা ধরকে। ভোটের দিন কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই কেন্দ্রে মোটের উপর শান্তিতেই ভোট হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ৭১.১৮ শতাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *