‘জগন্নাথ দেব মোদীজির ভক্ত’ এই একটি বাক্য চূড়ান্ত সমালোচনার মুখে ঠেলে দিয়েছে বিজেপি নেতা সম্বিত পাত্রকে। বিষয়টি নিয়ে তিনি জনসমক্ষে ক্ষমা চাইলেও, বিতর্ক থামছে না তাঁকে নিতে। অনেকেই বলছেন, ‘এরকম একটা মন্তব্য করার সাহস তিনি পান কোথা থেকে?’ দেশের একাধিক বিরোধী নেতৃত্ব এই মন্তব্যের কড়া সমালোচনা করেন। এরকম মন্তব্যের জন্য প্রকাশ্যে জগন্নাথ প্রভুর ছবিতে প্রণাম করে ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনু সেন।তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও প্রাক্তন সাংসদ ডাক্তার শান্তনু সেন প্রভু জগন্নাথ দেবের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে প্রার্থনা করেন। তিনি জানান, যাতে প্রভু কারও প্রতি রুষ্ট না হন, বিজেপির কুকীর্তিতে সাধারণ মানুষের প্রতি প্রভু যাতে রুষ্ট না হন, সেজন্য ক্ষমা চেয়ে নেন। শান্তনু সেন নিজে বলেন, ‘ জগন্নাথ দেব আমাদের সকলের মহাপ্রভু। যাঁর কাছে কাছে কোটি কোটি মানুষ শরণাপন্ন হন তাঁর আশীর্বাদ পাওয়ার জন্য। তাঁকে নিয়ে এই সংকীর্ণ রাজনীতি, নরেন্দ্র মোদীর ভক্ত বলা, এর প্রতিবাদ যে কোনও মানুষ করবে। এর যোগ্য জবাব মানুষ দেবে।’
এই মন্তব্যের কারণে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরাও। লোকসভা নির্বাচনের মাঝে বিজেপি নেতার এই মন্তব্য ‘ দায়িত্বজ্ঞানহীন’ বলেই মনে করছেন বিরোধীরা। বিষয়টি নিয়ে আজ একটি সভা মঞ্চ থেকে চূড়ান্ত সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
Abhishek Banerjee:’বিজেপি প্রার্থী বলছে প্রধানমন্ত্রীর ভক্ত প্রভু জগন্নাথ’, মোদীকে নিশানা অভিষেকের
তিনি একটি সভায় বলেন, ‘অনেক সময় আমরাও বুঝতে পারি না এর পরিণাম কী হবে। মানুষ ঠিক করে ফেলেছে। তা না হলে কেউ বলে ফেলে, জগন্নাথদেবও নাকি ওঁর ভক্ত। বুঝুন, ভগবানের থেকেও বড়।’ এরপরেই সরাসরি বিষয়টি নিয়ে মোদীকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘ভগবানের থেকে বড় হলে আপনি মন্দিরে থাকুন, পুজো করব। যা ইচ্ছা তা-ই করছে, বলছে।’
Sambit Patra Jagannath Modi Bhakt Comment : ‘প্রভু জগন্নাথদেব মোদীর ভক্ত!’ দেখুন সম্বিত পাত্রর ‘স্লিপ অফ টাং’-এর ভিডিয়ো
এরকম মন্তব্য নিয়ে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আগেই প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিন একের পর এক সভা থেকে বিষয়টি নিয়ে সমালোচনা করতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তিনি বলেন, ‘এঁরা বলছে, জগন্নাথ দেব নাকি মোদীজির ভক্ত। এঁদের এত ঔদ্ধত্য, এত দম্ভ, এত অহংকার।’ বিষয়টি নিয়ে জাতীয় স্তরেও প্রবল সমালোচনা হয়। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক থেকে শুরু করে কেজরিওয়াল, রাহুল গান্ধী সহ দেশের সমস্ত বিরোধী নেতা এই মন্তব্যের সমালোচনা করেন। ওডিশার ভোটের মুখে বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে বলেই মনে করা হচ্ছে।