Bardhaman RPF: মারের পাল্টা মার, বৃহন্নলাদের হাতে আক্রান্ত আরপিএফ – bardhaman 2 rpf sub inspectors and 3 constables were attacked by third gender group


এই সময়, বর্ধমান: নানা ভাবে যথেচ্ছ টাকা আদায়, টাকা না-দিলে গালিগালাজ— বৃহন্নলাদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে এমন অভিযোগ আসছিল দূরপাল্লা ও লোকাল ট্রেনের যাত্রীদের থেকে। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার হাওড়া থেকে আসা বিশেষ বাহিনীকে সঙ্গে নিয়ে একাধিক দূরপাল্লা ট্রেনে অভিযান চালায় বর্ধমান স্টেশনের আরপিএফ।কয়েকজন বৃহন্নলাকে আটক করে জরিমানাও করা হয়। সেই সময়ে তাঁদের কয়েকজনকে আরপিএফ মারধর করেছে বলে অভিযোগ তোলেন বৃহন্নলারা। এর পরেই এদিন দুপুরে ধুন্ধুমার কাণ্ড বাধে বর্ধমান স্টেশনে। আরপিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকশো বৃহন্নলা। আরপিএফ কর্মীদের মারধর করে বৃহন্নলাদের একাংশ। প্রাণ বাঁচাতে রেললাইন পেরিয়ে ছুটে পালান বেশ কয়েকজন আরপিএফ কর্মী। অভিযোগ, তখন তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়।

এদিন বৃহন্নলাদের হাতে আক্রান্ত হন আরপিএফের দু’জন সাব ইনস্পেক্টর ও তিন জন কনস্টেবল। তাঁদের মধ্যে এক সাব ইনস্পেক্টর ও এক কনস্টেবল মহিলা। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। একজনের আঘাত গুরুতর। পরে জিআরপি ও আরপিএফের আধিকারিকরা আলোচনায় বসে বৃহন্নলাদের অবরোধ তোলেন।

বর্ধমান স্টেশনের আরপিএফ ইনস্পেক্টরকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আরপিএফ ব্যবস্থা নিয়েছে। আমরা রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ট্রেনে সাধারণ মানুষের কাছে নানা ভাবে টাকা আদায়ের অভিযোগ নিয়ে বৃহন্নলাদের দাবি, তাঁরা সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে থাকেন। যে যেমন পারেন সাহায্য করেন। কোনও অসৎ উদ্দেশ্য থাকে না।

আরপিএফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে মধু কিন্নর নামে এক বৃহন্নলা বলেন, ‘বর্ধমানের আরপিএফ আধিকারিকরা আমাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করে। মাসে মাসে আমাদের থেকে টাকা নেয়। তার পরেও আমাদের কেস দেয়, অত্যাচার করে। থানায় ডেকে মারধর করে। কুপ্রস্তাব দেয়। এ ভাবে চলতে পারে না। আজও আমাদের মারধর করেছে আরপিএফ। তাই আমরা প্রতিবাদ আন্দোলন করেছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *