Cyclone Remal Tracker,গরম থেকে মুক্তি! দুপুরেই ঝেঁপে নামবে বৃষ্টি, সাইক্লোন রিমালের কি আছড়ে পড়বে সপ্তাহান্তে? – weather update of 22 may kolkata and many districts may witness rainfall cyclone remal update for today


আবহাওয়া ‘বহুরূপী’! উলটে দিলেই পালটে যায়! সকাল থেকেই দক্ষিণবঙ্গে গরম সংক্রান্ত অস্বস্তি চরমে। কিন্তু, পূর্বাভাস বলছে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এদিন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। উপকূলে রয়েছে দুর্যোগের আশঙ্কা। উত্তাল হতে পারে সমুদ্র। সাইক্লোন রিমাল কি আদৌ ধেয়ে আসছে? ঠিক কী বলছেন আবহবিদরা?

সাইক্লোন রিমালের সম্ভাবনা?

প্রাথমিকভাবে জানা যাচ্ছিল, মে মাসের শেষের দিকেই ধেয়ে আসবে সাইক্লোন রিমাল। যদিও তার প্রভাব কতটা পড়বে, কোথায় তা তৈরি হবে, সেই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের থেকে বিস্তারিত তথ্য সেভাবে সামনে আসেনি। সম্প্রতি হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারের মধ্যে তা গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। এরপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার মুখ হবে উত্তর-পূর্ব দিকে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

  • বুধবার সকাল থেকেই জেলায় জেলায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কিন্তু, দুপুর থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। শনি এবং রবিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
  • বুধবার কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতাও।
  • শনিবার কোন কোন জেলায় বৃষ্টি: এদিনন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

এদিন সকালের দিকে অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতায়। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গরম আরও বাড়তে পারে। সপ্তাহান্তে রয়েছে ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার থেকে ফের হাওয়া বদল হতে পারে তিলোত্তমায়। শনি এবং রবিবার শহরে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সর্বাধিক ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম এবং বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

বুধে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং দিনাজপুরে। বুধবার পর্যন্ত সেখানে ঝড়-বৃষ্টি চলবে। বৃহষ্পতিবার শুধুমাত্র মালদা ও দিনাজপুরে দুর্যোগের সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *