Fact Check : হুগলি-ব্যারাকপুরে সম্ভাব্য জয়ী রচনা-পার্থ? ওপিনিয়ন পোলের ভাইরাল স্ক্রিনশটের সত্যতা জানুন – fact check c voter abp ananda survey edited post share on social media


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবিপি আনন্দের সি ভোটার ওপিনিয়ন পোলের একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হয়েছে হুগলি এবং ব্যারাকপুর কেন্দ্রে সম্ভাব্য জয়ী রচনা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ ভৌমিক। কিন্তু, এই স্ক্রিনশটদুটি ভুয়ো, বুম-এর ফ্যাক্ট চেকে উঠে এসেছে এই তথ্য। ওপিনিয়ন পোলের এই স্ক্রিনশটগুলি সম্পাদিত বলে জানা গিয়েছে।

কী ভাইরাল হয়েছে?

২০ মে ব্যারাকপুর এবং হুগলি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। হুগলিতে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

নির্বাচনের আগে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি, কোন কেন্দ্রে কোন দলের প্রার্থীর জয়ের প্রবণতা বেশি, তা জানার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে ওপিনিয়ন পোল করা হয়। এবিপি আনন্দের সি ভোটার ওপিনিয়ন পোলও এই ধরনের একটি সার্ভে করে এবং তার ফলাফল সামনে আনে। উল্লেখ্য, সি ভোটার ভারতের আন্তর্জাতিক একটি পোলিং সংস্থা।

Fact Check

ভাইরাল ফটো

সম্প্রতি ফেসবুকে একটি স্ক্রিনশট শেয়ার হয়েছে যেখানে পার্থ ভৌমিককে সম্ভাব্য জয়ী হিসেবে দাবি করে এক নেটিজেন লিখেছেন, ‘সবুজ আবিরে খেলা হবে।’
অপর এক ফেসবুক ব্যবহারকারী হুগলি থেকে রচনাকে সম্ভাব্য জয়ী বলে দাবি করে ওপিনিয়ন পোলের একটি এডিটেড স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘রচনা ব্যানার্জি জিতছে,,,’

Fact Check

ভাইরাল পোস্ট

সত্যটি কী?

বুম এই দুই পোস্টের সত্যতা যাচাই করে। এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সি ভোটার ওপিনিয়ন পোলের লাইভ ভিডিয়ো দেখে জানা যায় এই দুটি পোস্ট আসলে এডিটেড। এবিপি আনন্দের এই সংক্রান্ত ভিডিয়ো যা ইউ টিউবে রয়েছে সেখানে দেখা যাচ্ছে ২৭ মিনিট ৪৬ সেকেন্ডে ব্যারাকপুরের প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে ২৮ মিনিট ৩৮ সেকেন্ডে অর্জুন সিংকে সম্ভাব্য জয়ী বলা হয়।

এছাড়াও এডিটেড ভিডিয়োটির স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অর্জুন সিং এবং তা যে ভুয়ো সেই মন্তব্য করেন। নির্বাচন কমিশনকে এই ভুয়ো পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ করতে অনুরোধ করেন তিনি।

Fact Check

অন্যদিকে, ১১ এপ্রিল এবিপি আনন্দের অফিসিয়াল ইউ টিউব চ্যানেলে আপলোড করা সি ভোটার ওপিনিয়ন পোল: বাংলার ৪২-এ কোন কেন্দ্র কার? কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে? কী ইঙ্গিত সমীক্ষায়’ নামক একটি ভিডিয়োর ৯ মিনিট ৫ সেকেন্ডে হুগলির প্রার্থীদের নিয়ে আলোচনা হয়। ৯ মিনিট ৫১ সেকেন্ডে লকেট চট্টোপাধ্যায়কে সম্ভাব্য জয়ী দেখানো হয়।

উপসংহার
এর ফলে এটা স্পষ্ট যে ভাইরাল হওয়া পোস্টগুলি ভুয়ো এবং সম্পাদিত।

(This story was originally published by Boom and later translated and edited by Ei Samay Digital as part of Shakti Collective.)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *