Hiran Vs Dev,হিরণের বিরুদ্ধে FIR, জানালেন দেব, পালটা অভিনন্দন বিজেপি প্রার্থীর – ghatal lok sabha election dev says fir has been lodged against bjp candidate hiran chatterjee


নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ। আর এবার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে FIR। বুধবার সংবাদমাধ্যমে এই কথা জানালেন দেব। পালটা প্রতিক্রিয়া দিলেন হিরণও। ঘটনার জেরে ভোটের আগে নতুন করে সরগরম ঘাটালের রাজনৈতিকমহল।এদিন দেব বলেন, ‘শেষ আড়াই-তিন মাস ধরে হিরণ অনেক কিছুই বলছে। বাংলার মানুষ জানে কে সত্যি আর কে মিথ্যা বলছে। আমার এখানে কোনও ভূমিকা নেই। ফেক অডিয়ো ভাইরাল করছে, মিথ্যে প্রচার করছে। অডিয়ো ভাইরাল করে বলছে দেব টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। এফআইআর তো হয়েছে ওর বিরুদ্ধে। হিরণকে নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। আমি ওকে শুভেচ্ছা জানাই।’ দেব আরও বলেন, ‘ঘাটাল শান্তিপ্রিয় একটা জায়গা। এখানকার মানুষ ভালোবাসাপ্রিয়। ১০ বছর ধরে আমরা শান্তি রেখেছি এখানে। এবারেও শান্তিতেই ভোট হবে।’

এদিকে এফআইআর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন হিরণও। বিজেপি প্রার্থী বলেন, ‘আমি এটাই বলেছিলাম আপনি (দেব) এফআইআর করুন, আপনি আদালতে যান। আদালতে গেলেই প্রমাণ হয়ে যাবে। কালীঘাটের কাকুর যেমন গলার স্বর পরীক্ষা করা হয়েছিল, আপনারও গলার স্বর পরীক্ষা করা হবে। আপনাকে অভিনন্দন জানালাম, আপনি দারুণ কাজ করেছেন, গলার স্বর পরীক্ষা করলেই জানা যাবে, আপনি কত বড় চাকরি চুরির চক্রান্তের সঙ্গে যুক্ত। তদন্তে আমরা পূর্ণ সমর্থন করব।’ উল্লেখ্য সম্প্রতি দেবের সহকারি রামপদ মান্নার বিরুদ্ধে উঠেছে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। সেই অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ১৮ তারিখে ঘাটাল থানায় হিরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগে হিরণ সহ মোট ৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে গতরাতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় আপ্তসহায়ক তমোঘ্ন দে-এর খড়্গপুরের বাড়িতে হানা দেয় পুলিশি। খবর পেয়ে রাতেই দাসপুর থেকে খড়গপুরে পৌঁছন ঘাটালের বিজেপি প্রার্থী। জানা গিয়েছে, এদিন গভীর রাতে খড়গপুরের তালবাগিচায় হিরণ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক তমোঘ্ন দে-এর বাড়িতে পৌঁছয় পুলিশ। এই খবর পাওয়ার পর কালবিলম্ব না করে রাতেই তালবাগিচায় পৌঁছন হিরণ। সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। হিরনের অভিযোগ, কী কারণে এই অভিযান তা জানান হয়নি পুলিশের পক্ষ থেকে। রেইডের অনুমতি সংক্রান্ত কাগজ দেখতে চাইলে, পুলিশ তাও দেখায়নি বলে অভিযোগ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রেল শহর খড়গপুরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *