উত্তরপাড়া পুরসভার রাম সীতা ঘাট রোডের এক বাসিন্দা আদর্শ তিওয়ারী। সে একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়া। গতকাল ভোরে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। গঙ্গা স্নান করতে যাচ্ছে বলে একটা ব্যাগ নিয়ে বেড়িয়েছিল বাড়ি থেকে। এরপর আর বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। জানা গিয়েছে, হঠাৎই সাধু হবার লক্ষ্যে গৃহত্যাগী হয়েছে সে। পাশাপাশি বাড়ির লেটার বক্সে সে রেখে গিয়েছে একটি চিঠি। সেখানে সে স্পষ্ট করে লিখে রেখে যায় যে, সে নিজের ইচ্ছায় ঘর ছেড়ে আধ্যাত্বিক পথে যাচ্ছে। আগামী ২৪ মে তার জন্মদিন সেই দিনই সে দীক্ষা নেবে। এরপর গঙ্গায় স্নান করে প্রথমে নবদ্বীপ ও পরে বৃন্দাবন যাবে সে। এমনকী ঘরেই নিজের ফোন, মানিব্যাগ, চটি ফেলে যায় ওই তরুণ।