কল্যাণী লুমিনাস ক্লাবের চলতি বছরের থিম ব্যাংককের মন্দির, বাজেট বাড়ল? – kalyani iti more durga puja theme 2024 theme budget details


টুইন টাওয়ার-এর আদলে মণ্ডপ তৈরি করে রীতিমতো চমকে দিয়েছিল কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। গত বছর চিনের ম্যাকাওয়ের হোটেল ও ক্যাসিনো গ্রান্ড লিসবোয়ার আদলে গড়ে ওঠে তাদের পুজো মণ্ডপ। স্বাভাবিকভাবেই এই বছর তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।বুদ্ধ পূর্ণিমার দিন নদিয়ার কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের খুঁটিপুজো সম্পন্ন হয়। এই দিনই চলতি বছরের দুর্গাপুজোর থিম ফাঁস করেন আয়োজকরা। তাঁরা জানান, এবার ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে এবারের দুর্গোপুজো মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে, যার উচ্চতা হতে চলেছে ১৫০ থেকে ১৫৫ ফুট এবং তা ১৩৫ ফুট মতো প্রসস্ত হবে। একটি নামকরা গয়নার দোকান এবারেও প্রতিমাকে সাজিয়ে তুলবে সোনা দিয়ে।

কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো। বুর্জ খলিফা থেকে শুরু করে ১৬০ ফুট উচ্চতার ম্যাকাওয়ের হোটেল ও ক্যাসিনো গ্রান্ড লিসবোয়ার আদলে মণ্ডপ গড়ে রীতিমতো গোটা রাজ্যে চর্চার কেন্দ্রে উঠে আসে এই পুজো কমিটি। এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল, জানানো হয় উদ্যোক্তাদের তরফে। তাই অনেক ভেবে চিন্তে তাঁরা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছে।

এই বছর লুমিনাস ক্লাবের বাজেট কত?

এই প্রসঙ্গে ক্লাবের তরফে জানানো হয়, গতবার পুজোর জন্য বাজেট ধরা হয়েছিল ৪০ লাখ। এবারও সেই একই বাজেট মাথায় রেখে এগনো হচ্ছে। তবে নির্দিষ্ট করে খরচ প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করেননি। মূর্তির ক্ষেত্রে চমক রাখার ভাবনা করা হচ্ছে। তবে কী ভাবে মূর্তির সজ্জা হবে, তা স্পষ্ট করা হয়নি। পুজো কমিটির সদস্য অরূপ মুখোপাধ্যায় বলেন, ‘গত বছরের তুলনায় এই বছর দর্শকদের ভিড় আরও বেশি হবে বলে আমরা আশা করছি।’

উল্লেখ্য, ২০২২ সালে টুইন টাওয়ারের আদলে মণ্ডপ গড়ে তাক লাগিয়ে দিয়েছিল লুমিনাস ক্লাব। সাধারণ মানুষ কাতারে কাতারে ভিড় করেছিল এই মণ্ডপে। আর সেই ভিড় সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয়েছিল উদ্যোক্তাদের।

সেই কথা মাথায় রেখেই প্রবেশ এবং বাইরে বার হওয়ার পথ এবারেও প্রসস্ত রাখার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পুজোয় এবারেও চমক দিতে প্রস্তুত তারা, দাবি লুমিনাস ক্লাবের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *