দেব,শুভেন্দুকে জবাব, পালটা তথ্য প্রকাশ দেবের – ghatal lok sabha election tmc candidate dev has replied to suvendu adhikari social media post


সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘পোস্ট-পালটা পোস্ট শুরু হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের মধ্যে। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কিছু টাকা পয়সার লেনদেনের তথ্য তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা। পোস্টের ক্যপশনে লেখা ছিল ‘দেবের কীর্তি’। তারপরেই সেই পোস্টের পালটা জবাব দেন দেব। এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট করতে থাকেন তিনি। একটি পোস্টে পালটা তথ্যও তুলে ধরেন দেব।পোস্টে দেব লেখেন ‘সিনেমার জন্য লগ্নি করেছিলেন, সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছিল…এই যে ডক্টর বাবু, আমার Ledger।’ দেবের তরফে যে তথ্য তুলে ধরা হয়েছে তার সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

পোস্টে কী কী ছিল?

শুভেন্দু যে পোস্ট করেন, সেখানে ‘আরণ্যক ট্রেডার্স’ নামে একটি সংস্থার নাম দেখা যায়। সেখানে টাকা পয়সার লেনেদেনের তথ্য তুলে ধরেন শুভেন্দু অধিকারী। পালটা দেব যে পোস্ট করেন, সেখানেও সেই ‘আরণ্যক ট্রাডার্স’-এরই নাম দেখা যায়। সেখানেও তুলে ধরা হয় কিছু টাকা পয়সার লেনদেনের তথ্য। এর আগে আরও একাধিক পোস্ট করেন দেব। তার একটিতে লেখা, ‘ও শুভেন্দুদা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছ, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাস। আর রইল কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ, সেও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন, তাহলে উনিও..।’ আবার অপর একটি পোস্টে দেব লেখেন, ‘তাহলে উনিও কি গরু চোর? শুভেচ্ছা দু’জনকেই। আর একটা কথা, আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।’ নির্বাচনী আবহে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত, আগামী ২৫ তারিখ হতে চলেছে ষষ্ঠ দফার নির্বাচন। আর ওই নির্বাচনে ভোটগ্রহণ হতে চলেছে ঘাটালে। এই বছর ঘাটাল থেকে ফের একবার তৃণমূলের টিকিটে লড়াই করছেন দেব। আর দেবের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে দাঁড় করান হয়েছে আরও এক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। দেবের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী হিরণ। এমনকী দেবের সহকারী রামপদ মান্নার বিরুদ্ধেও চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। আর এবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট-পালটা পোস্ট দেখা গেল শুভেন্দু ও দেবের মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *