সিইও অফিসে সাক্ষাৎ শেষে সাংবাদিক বৈঠকে আম আদমি পার্টির প্রতিনিধিরা। ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। তাঁর শিক্ষাগত যোগ্যতা জাল বলে অভিযোগ আপের। আইআইটি খড়গপুরের সঙ্গে যুক্ত থাকার দাবি করলেও তার প্রমাণ মেলেনি বলে দাবি আপের। আরটিআই-এর কপি দিয়ে কমিশনে অভিযোগ আম আদমি পার্টির বাংলার প্রতিনিধিদের।