Abhishek Banerjee : নন্দীগ্রামের ৮০ বুথে ভোট লুটের ছক! অভিযোগ অভিষেকের – lok sabha election 2024 bjp is trying to take a lead by terrorizing nandigram says abhishek banerjee


এই সময়: আসন্ন ষষ্ঠ দফার নির্বাচনে নন্দীগ্রামে অন্তত ৮০টি বুথে বিজেপি ভোট লুটের ছক কষেছে বলে অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তমলুক লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত নন্দীগ্রাম। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানকারই বিধায়ক। নন্দীগ্রামে বিজেপি সন্ত্রাস করে পঞ্চাশ হাজারের লিড নেওয়ার ছক কষছে বলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে খবর এসেছে।এই পরিস্থিতিতে বাড়ির মা-বোনেদের হাতে খুন্তি, বঁটি নিয়ে বেরিয়ে এসে ভোট লুট আটকানোর আহ্বান জানিয়েছেন অভিষেক। বিজেপির ছক ভেস্তে দিয়ে নন্দীগ্রাম থেকে জোড়াফুল যাতে অন্তত ৩০ হাজার ভোটের লিড নিতে পারে, তা নিশ্চিত করতে চান তিনি। বুধবার নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক বলেন, ‘বিজেপি যদি বাড়িতে গিয়ে ধমকায়, চমকায়, মায়েরা হাতে খুন্তি আর বঁটি নিয়ে এদের তাড়া করবেন। নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। যারা ভাবছে, ৮০টি বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেবো না, প্রত্যেকটি বুথে সাতশো-আটশো ভোট নিয়ে ৫০ হাজার ভোট বাড়িয়ে নেব—যারা এই কাজ করবে তাদের তালিকা আমার কাছে আছে।’

নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া অঞ্চল এবং নন্দীগ্রাম-২ নম্বর ব্লকের বিরুলিয়া, বয়াল এলাকায় বিজেপি সন্ত্রাসের ছক কষছে বলে অভিষেকের কাছে খবর এসেছে। তাঁর কথায়, ‘এই সাত-আটটা অঞ্চলে কিছু লোক আমাদের সঙ্গে যোগাযোগে রয়েছে। আমি তাঁদের নাম বলব না। এঁরাই খবর দিয়েছেন, ৮০টি বুথে কারচুপির প্ল্যান করা হয়েছে। কোথাও বোমা মারবে, কোথাও আকাশে গুলি চালাবে। ভোট দিতে বাধা দেবে। আপনারা বঁটি নিয়ে বেরিয়ে আসবেন, তাড়া করবেন, এদের ছাড়বেন না।’

বিজেপি সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। এই সভা থেকে অভিষেকের আক্রমণের জবাব দিতে পারেন বিরোধী দলনেতা। তৃণমূল নেতৃত্ব মনে করছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটে ও গণনায় কারচুপি করা হয়েছে। এই কারচুপির কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হন।

নন্দীগ্রামে অভিষেকের সভায় জনসুনামি, শুভেন্দুর তীব্র সমালোচনা তৃণমূল সেনাপতির

যদি অনিয়ম না হতো, তা হলে মমতা ৩০ হাজার ভোটে জয়ী হতেন বলে অভিষেকের দাবি। যদিও শুভেন্দু অধিকারী প্রথম থেকেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এবারে লোকসভা ভোটেও যদি নন্দীগ্রামে বিজেপি বিধানসভার ধাঁচে ভোট করে, তা হলে ৪ জুনের পর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অভিষেক।

তাঁর কথায়, ‘যারা ভাবছে, বিজেপির হয়ে ২৪ তারিখ রাত থেকে মানুষকে ধমকাবে, চমকাবে—তাদের পরিণতি খুব খারাপ হবে। সতর্ক করে গেলাম। কোনও বাবা বাঁচাবে না। কেউ বাঁচাবে না।’ তমলুকের জোড়াফুল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য জয়ী হলে আগামী জুন মাসে নন্দীগ্রামে সভা করার কথাও ঘোষণা করেছেন অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *