Cyclone Remal Update : রিমেলের ভাবগতিক সাংঘাতিক? কী বলল হাওয়া অফিস – cyclone remal formation and landfalls updates rainfall and thunderstorm forecast for details watch video


Embed

মে মাসের শেষের দিকে বাংলার বুকে একটি সাইক্লোন আছড়ে পড়ার সম্ভাবনা ছিল শুরু থেকেই। এবার তা নিয়ে আলিপুর আবহাওয়া দফতর গুরুত্বপূর্ণ আপডেট দিল।’প্রবল ঘূর্ণিঝড়’ রূপ নিতে পারে বলেও জানানো হয়েছে। দিও তা কোথায় আছড়ে পড়বে? আছড়ে পড়ার সময় এর গতিবেগ কত হবে? এখনও পর্যন্ত তা স্পষ্ট নয় বলে জানাল হাওয়া অফিস। উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ২৪ মে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হতে পারে। এরপর তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং ২৫ মে সকালে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে জানানো হল। এরপর তা উত্তর দিকে অগ্রসর হয়ে ২৬ মে সন্ধ্যায় প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে অনুমান হাওয়া অফিসের এবং বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। তবে সেখানে স্পষ্ট করে ‘ল্যান্ডফল’ বা কোথায় আছড়ে পড়বে এই সাইক্লোন তা বলা হয়নি। বিস্তারিত জানুন ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *