Lok Sabha Election 2024 : প্লেন আছে কিন্তু গাড়ি নেই! কারও ব্যাঙ্কে মাত্র ৭৮০ – darjeeling lok sabha constituency bjp candidate raju bista property over 100 crores


দেশের নামজাদা শিল্পপতিদের অন্যতম তিনি। সম্পদের পরিমাণ শত কোটির বেশি। রয়েছে ব্যক্তিগত এয়ারক্রাফ্ট। কিন্তু এহেন ব্যক্তির নিজের কোনও গাড়িই নেই! দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা, এ বারের বিজেপি প্রার্থী রাজু বিস্তার হলফনামায় রয়েছে এই তথ্য। রাজ্যে প্রার্থীদের মধ্যে তিনিই ধনীতম।আবার বিজেপির-ই বসিরহাটের প্রার্থী রেখা পাত্রের হাতে থাকা নগদের বাইরে তেমন কোনও সম্পদ নেই। তৃণমূলের কোটিপতি প্রার্থীদের সংখ্যাও উপরের দিকে। সিপিএমের কোটিপতি প্রার্থী যেমন রয়েছেন, তেমনই নেহাত ছা-পোষা প্রার্থীও রয়েছে তাদের। বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৩ কোটি ৭৩ লাখ ৭২ হাজার টাকা। নিজের তিনটি ফ্ল্যাটের পাশাপাশি স্বামীর সঙ্গে যৌথ ভাবে আরও একটি ফ্ল্যাটের মালিক তিনি।

শতাব্দীর স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ৫ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকা। তাঁর অবশ্য ঋণও রয়েছে ২ কোটি টাকার বেশি। হুগলির তৃণমূল প্রার্থী, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পদের পরিমাণ ৩৫ কোটি টাকা। কাছাকাছিই রয়েছেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (৩০ কোটি টাকা)। তাঁদের কাছাকাছি বনগাঁ কেন্দ্রের এক নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার (২২ কোটি টাকা)।

আবার মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সম্পদ বলতে হাতে থাকা নগদ ২০ হাজার টাকা। এর বাইরে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৭৮০ টাকা। বসিরহাটের পদ্ম-প্রার্থী রেখা পাত্রের হাতে রয়েছে নগদ তিন হাজার টাকা। নির্বাচনী অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১০,৭৬৪ টাকা। এ ছাড়া আর কোনও সম্পদ নেই তাঁর। নিজস্ব জমি-পাকা বাড়ি-গাড়ি কিছুই নেই।

কোটিপতি প্রার্থীদের ভিড়ে ২ টাকার মালিক রণধীরও

সিপিএমের শ্রীরামপুরের প্রার্থী দীপ্সিতা ধরের কোনও স্থায়ী আয় নেই। তাঁর হাতে রয়েছে নগদ ২০ হাজার টাকা। দিল্লির জেএনইউ, যেখানে গবেষণা করেন, সেখানকার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪ লক্ষ ৩০ হাজার ৯১০ টাকা রয়েছে। আবার কলকাতা দক্ষিণ কেন্দ্রের সিপিএম প্রার্থী শায়রা শাহ হালিম কোটিপতি। এক কেজির বেশি সোনার গয়না রয়েছে তাঁর, বাজারমূল্য ৭৪ লক্ষ টাকার বেশি।

তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৮,২১,৮৯০ টাকা। একাধিক ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে ৩৯ লক্ষ ৯৮ হাজার। স্থাবর সম্পত্তি বলতে রয়েছে একটি ফ্ল্যাট। তার বর্তমান মূল্য ২০ লক্ষ ৫০ হাজার টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *