ভোটের আগের দিন সৌমিত্র খাঁর বিরুদ্ধে ‘বালি মাফিয়া’ পোস্টার, অস্বস্তিতে BJP – poster against bjp bishnupur candidate saumitra khan in kotulpur


রাত পোহালেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক তার আগে বাঁকুড়ার কোতুলপুরের সবজি বাজার সহ একাধিক জায়গায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর নামে বেশ কিছু পোস্টার পড়ে। আর এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এই পোস্টারে লেখা ‘সৌমিত্র খাঁর চার্জশিট’।স্থানীয় ষাঁড়েশ্বর মন্দিরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা থেকে শুরু করে, ‘বালি মাফিয়া’, সৌমিত্র খাঁর জন্য এই সমস্ত বিশেষণ ব্যবহার করা হয়েছে। কে বা কারা এই পোস্টার দিয়েছে? তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল প্রার্থী তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি, বিক্ষুব্ধ বিজেপিরাই এই পোস্টার দিয়েছে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এবার সৌমিত্র-সুজাতার লড়াই জমজমাট। বিজেপির বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট কেন্দ্রে তৃণমূলের ‘অস্ত্র’ তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেছিলেন সুজাতা। এরপর ‘রাজনৈতিক হাঁড়িকাঠে’ তাঁদের সম্পর্ক বলি হয় বলে দাবি সৌমিত্র-সুজাতার ঘনিষ্ঠ মহলের।

আপাতত তাঁরা একে অপরের সামনে দাঁড়িয়ে-সম্মুখ ভোটযুদ্ধের জন্য প্রস্তুত। ২৫ মে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে কে এই ধরনের পোস্টারগুলি দিল?
এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা কেশবি নাগা বলেন, ‘যে পোস্টার পড়েছে আমিও দেখেছি। কিছু দুষ্কৃতী আখের গোছানোর চেষ্টা করছে। যদি বালি মাফিয়া হয়ে থাকে কেন এতদিন রাজ্য সরকার কোনও পদক্ষেপ নেয়নি?’

তাঁর সংযোজন, ‘আমি মনে প্রাণে বিশ্বাস করি সৌমিত্র খাঁ বাংলার যুব সমাজের আইকন। যাঁরা সৌমিত্র খাঁকে বদনাম করার চেষ্টা করছেন তাঁদের বাড়ির উনুন জ্বলে সৌমিত্র খাঁর দৌলতে। সৌমিত্র খাঁ মহাত্মা। তিনি এক বিধবাকে বিয়ে করেছেন। এর মর্ম সকলে বুঝবে না।’ প্রকারান্তে তৃণমূলকে দুষেছেন তিনি।

যদিও এই প্রসঙ্গে পালটা বিজেপিকেই দুষেছেন সুজাতা মণ্ডল। তৃণমূলের এই প্রার্থী বলেন, ‘মনে হচ্ছে ওঁর দলের কেউ এই পোস্টার দিয়েছে। ওঁর চরিত্র সম্পর্কে তো আর তাঁর দলের লোকেদের থেকে বেশি ভালো করে কেউ জানে না! পুরনো তৃণমূল নেতারা জানেন। যেগুলো দেখলাম পোস্টারে লিখেছে সেগুলো সাম্প্রতিক সময়ের।’

টোটোয় চেপে হাতে মাইক নিয়ে এলাকাবাসীর থেকে ক্ষমা চাইলেন BJP প্রার্থী সৌমিত্র খাঁ, কেন?

তাঁর আরও সংযোজন, ‘ষাঁড়েশ্বরবাবাকে সামনে রেখে মিথ্যে কথা বলেছিলেন সৌমিত্র। সন্ন্যাস নেওয়ার বদলে অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন। বালি মাফিয়ে হিসেবে মামলা রয়েছে। বাকি সব কথাই তো সত্যি!’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *