এখন বলছে আমার তো কোনও বাবা-মা ছিল না, আমি তো বাইলজিক্যাল সন্তান নই। এ আবার কী কথা!
মমতা বন্দ্যোপাধ্যায়
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এরা (বিজেপি) ঠিকঠাক আছে কি না জানি না। নাকি হেরে যাবে বলে ভয় পেয়েছে। কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। আর হেরে যাওয়ার ভয়ে বিজেপি হারাতঙ্ক রোগে ভুগছে, তাই আবোল তাবোল বকছে।’
উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘ঈশ্বর আমাকে বিশেষ কাজের দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমি বিশ্বাস করতে শুরু করেছি যে, জৈবিক পদ্ধতিতে আমার জন্ম হয়নি।’ কী ভাবে তাঁর এই উপলব্ধি, সেই ব্যাখ্যাও দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘আমি ভুল হতে পারি। আমার সমালোচক ও বামপন্থীরা তো আমাকে ছিঁড়ে খাবে, চুল কেটে নেবে। তাও বলছি, পরমাত্মা ঈশ্বরই আমায় পাঠিয়েছেন। এই শক্তি জৈবিক দেহ থেকে উৎপন্ন হতেই পারে না। আমাকে তা ঈশ্বর দিয়েছেন তাঁর কিছু কাজ করার জন্য।’
প্রধানমন্ত্রীর আরও ব্যাখ্যা, ‘তিনিই (ইশ্বর) আমায় সব কাজ সম্পন্ন করার শক্তি জুগিয়ে চলেছেন। আমি কে? আমি একটা ইনস্ট্রুমেন্ট মাত্র। আমি যা করি মনে করি ঈশ্বরই তা আমার থেকে পেতে চাইছেন, তাই এই ভাবে করিয়ে নিচ্ছেন, তিনিই পথ দেখাচ্ছেন।’ আর মোদীর সেই মন্তব্যকেই কটাক্ষ করলেন মমতা।