Cash Recovery West Bengal,ভোটের একদিন আগে ঘাটালে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লাখ লাখ টাকা, শুরু তরজা – huge amount of cash recovered from daspur ahead of ghatal lok sabha election


রাত পোহালেই রাজ্যে ষষ্ঠ দফার ভোট। তার আগে ঘাটাল লোকসভার দাসপুর এলাকা থেকে প্রায় ২৪ লাখ টাকা উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, দাসপুর এলাকার বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে। খুকুড়দা এলাকায় নাকা চেকিংয়ের সময় এই বিপুল টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে তল্লাশির সময় প্রশান্ত বেরা চালকের উদ্দেশে এসি চালানোর ‘কাতর আর্জি’ করেন। তাঁকে বলতে শোনা যায়, ‘এসি চালাসনি কেন? তেলের টাকা তো দিয়েছে?’ যদিও টাকা নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।ঘাটালে ২৫ মে শনিবার নির্বাচন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। নাকা চেকিং চলছে জায়গায় জায়গায়। আর সেই নাকা চেকিংয়েই এই বিপুল টাকা উদ্ধার হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ‘আমাদের কাছে খবর ছিল নির্দিষ্ট কিছু টাকা একটি লাল রঙের গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা বিষয়টির উপর আমাদের নজর ছিল। খুকুরদা নাকা পয়েন্টে আমরা গাড়িটির তল্লাশি নিয়েছিলাম। গাড়িতে ছিলেন প্রশান্ত বেরা। তাঁর থেকে ২৪ লাখ টাকা পাওয়া গিয়েছে। ‘

কোথায় এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? কোথা থেকেই বা তা আনা হয়েছিল? এর কোনও সদুত্তোর ওই নেতা দিতে পারেননি। কোন উদ্দেশ্যে ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ওই নেতাকে এখনও আটক বা গ্রেফতার করা হয়নি।’ জানা গিয়েছে, প্রশান্ত বেরা বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

ভোটের আগের দিন BJP নেতার গাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা! হুগলিতে শোরগোল

এদিকে এই টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সরগরম ঘাটালের রাজনীতি। সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের দাবি, ‘আমাদের দলের নেতাদের বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাঁদের গাড়িতে টাকা রেখে দেওয়া হচ্ছে এবং পরে তা উদ্ধার হয়েছে বলে দেখানো হচ্ছে।’ অন্যদিকে, হিরণের বক্তব্যের পালটা সরব হয়েছে তৃণমূল। টাকা উদ্ধারের ঘটনা নিয়েও গেরুয়া শিবিরের তুলোধনা করেছেন রাজ্যের শাসক দলের নেতারা।

এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, ‘ হিরণ কি নিজেকে স্বচ্ছ মনে করছেন? এখন প্রমাণিত হচ্ছে কে দুর্নীতিবাজ। এটা বিজেপির টাকা। তা বেলানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে তা উদ্ধার করেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *