Cyclone Remal Tracker,১০০-১২০ কিলোমিটার বেগে ঝড়! জেলা ভিত্তিক রিমেলের সম্ভাব্য প্রভাব জানুন – cyclone remal update 24 parganas may witness 110 kmph wind speed and details of rainfall alert


বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হওয়া সাইক্লোন রিমেল মোকাবিলায় ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আগামী রবিবার তা স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে। বাংলায় ঠিক কী প্রভাব পড়তে পারে সাইক্লোন রিমেলের? এবার সেই নিয়ে বিস্তারিত তথ্য দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, এই সাইক্লোনটি ক্যানিং থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

রিমালের কী প্রভাব বাংলায়?

শনিবার: রাজ্যে ষষ্ঠ দফা ভোটের দিন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে দুই ২৪ পরগনাতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

রবিবার: এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়াও কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। এদিন দক্ষিণ ২৪ পরগনাতে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়াও উত্তর ২৪ পরগনাতে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এছাড়াও এই দিন কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়াও সংশ্লিষ্ট দিনে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হুগলি, পূর্ব বর্ধমানে।

সোমবার: এদিন ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, হুগলি, হাওড়া এবং মুর্শিদাবাদ জেলার জন্য। হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার জন্য। এই জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

২৪ তারিখ থেকে ২৭ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রিমাল নিয়ে প্রশাসনিক সতর্কতা

সাইক্লোন রিমাল মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। তৎপর কলকাতা পুর প্রশাসনও। সমস্ত ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় আছড়ে পড়বে সাইক্লোন ‘রিমেল’, শনি থেকেই শুরু ভারী বৃষ্টি

কোথায় আছড়ে পড়বে সাইক্লোন রিমেল?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মূলত বাংলাদেশের উপকূলে তা আছড়ে পড়তে পারে। তবে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *