Dev,‘গোরু চুরির টাকা তো এদের কাছে’, বিজেপি নেতার গাড়ি থেকে নগদ উদ্ধার হতেই তোপ দেবের – dev slams bjp over cash recovery incident from bjp leader


শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে দাসপুর এলাকা থেকে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রশান্ত বেরা নামক এক বিজেপি নেতার থেকে প্রায় ২৪ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। আর এই নিয়ে সরগরম স্থানীয় রাজনীতি। হিরণ অবশ্য দাবি করেছেন বিজেপি নেতাদের ফাঁসানো হচ্ছে। এবার এই নিয়ে মুখ খুললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব।তিনি শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘প্রশান্ত বেরা দাসপুরের বড় নাম। তিনি বুথ স্তরের নেতা নন। বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, পরাজিত হন।’ এখানেই শেষ নয়, টাকা দিয়ে ভোট কেনার খেলা খেলছে বিজেপি, অভিযোগ দেবের।

এই তারকা প্রার্থী বলেন, ‘গোরু চুরির টাকা তো এদের কাছে রয়েছে। কোটি কোটি টাকা ধরা পড়ছে। আমার মনে হল এবার জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। এখানে ওরা টার্গেট করেছিল দেবকে। ফেক অডিয়ো ভাইরাল করেছে। এবার মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে কে কী ভাবে জিততে চায়ছে। নামের আগে ভুয়ো ডক্টরেড ডিগ্রি লাগাচ্ছে।’ উল্লেখ্য, বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় সরব হয়েছিলেন হিরণ। তাঁর দাবি ছিল, বিজেপি নেতাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এদিন শুভেন্দু অধিকারীর পোস্টের পালটা ফের একবার সরব হন দেব। এখন না বললে মানুষ তাঁকে ভুল বুঝতে পারেন বলে দাবি করেছেন দেব। তাঁর কথায়, ‘আমি গত তিন বছর ধরে গোরু পাচার মামলা নিয়ে কোনও মন্তব্য করিনি, কারণ বিষয়টি নিয়ে তদন্ত চলছিল। কিন্তু, আমি অবাক কিছু তথ্য আমি তদন্তকারীদের দিয়েছিলাম। তা কী ভাবে রাজ্যের বিরোধী দলনেতার হাতে এল?’ তদন্তকারী সংস্থার উপর প্রশ্ন তুলে দেন এই বিদায়ী সাংসদ। তিনি বলেন, ‘বিরোধী দলনেতার হাতে কী ভাবে এই তথ্য এল? এই বিষয়টিকে আমি আইনি ভাবে চ্যালেঞ্জ করতে পারি।’

যদিও পুরো বিষয়টি দলের কাছে গিয়েছে। দল যদি নির্দেশ দেয় তবেই এই নিয়ে আইনি পদক্ষেপ করবেন তিনি, স্পষ্ট জানান দেব। এদিকে কুণাল ঘোষের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে দেবের কণ্ঠে।

‘এখনও সৌজন্যের রাজনীতি করে যাচ্ছেন দেব’, এমনই মন্তব্য করেছিলেন কুণাল। পালটা দেব বলেন, ‘কুণালদা যে ভাবে রাজনীতি করেন আমি তাঁর ফ্যান। যে ভাবে তিনি দলের জন্য ঝাঁপিয়ে পড়েন তা আমার পছন্দ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *