Driving License West Bengal : ড্রাইভিং লাইসেন্স পেতে নয়া নিয়ম, কী বদল আনল পরিবহণ দফতর? – driving license application rules modified by west bengal transport department


এই সময়: ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্যে এতদিন আবেদনকারীকে সাতটির মধ্যে একটি নথি জমা করতে হতো। এ বার সেই নথির সংখ্যা বাড়িয়ে ১১টি করা হলো। এই মর্মে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য।রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, পাসপোর্ট, রাজ্য-কেন্দ্র বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র অথবা চাকরির শংসাপত্র, স্বাধীনতা সংগ্রামীদের ক্ষেত্রে সরকারি সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ডের পাশাপাশি বিদ্যুৎ, জলের সংযোগের নথি, পোস্ট-পেড মোবাইলের বিল, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাসবই, ট্রেড লাইসেন্স, সম্পত্তিকরের কাগজ, তফসিলি জাতি-উপজাতির শংসাপত্র থাকলেও দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স।

এক কর্তা বলেন, ‘স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে আগে সাতটি নথির মধ্যে একটি দিলেই লাইসেন্স মিলত। সবার সুবিধের জন্য সেটাই বাড়িয়ে ১১টি করা হয়েছে।’ দীর্ঘদিন ধরেই নথির সংখ্যা বাড়ানোর আবেদন তুলছিলেন মোটর ট্রেনিং স্কুলের প্রতিনিধিরা। অবশেষে সেই দাবিকে মান্যতা দিল রাজ্য। নয়া নির্দেশিকার কথা রাজ্যের সব জেলাকে জানিয়ে দেওয়া হয়েছে। পরিবহণ দপ্তরের এক কর্তা বলেন, ‘নয়া নিয়মে লাইসেন্স পেতে সুবিধে হবে।’ আবেদন করার পর ড্রাইভিং লাইসেন্স পেতে যাতে দেরি না হয়, সে দিকে নজর রাখার নির্দেশও আধিকারিকদের দেওয়া হয়েছে পরিবহণ দপ্তরের তরফে।

KMC: মৃতদেহের সঙ্গে চুল্লিতে আর নয় কম্বল-বালিশ,দূষণ ঠেকাতে সিদ্ধান্ত পুরসভার
ড্রাইভিং লাইন্সেস নিয়ে আরও একটি নতুন নির্দেশিকা এসেছে সম্প্রতি। সরকারি আঞ্চলিক পরিবহণ অফিসে আগে পরীক্ষা দিতে যেতে হতো, যাঁরা নতুন ড্রাইভিং লাইসেন্স পেতে চাইছেন। সেই নিয়মে পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় পূর্ত-সড়ক ও পরিবহণ মন্ত্রকের নতুন নিয়মে জানানো হয়েছে, সরকারি আরটিও-র পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই এই পরীক্ষা দেওয়া যাবে। আগামী জুন থেকে গোটা দেশে এই নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে বলেই জানানো হয়েছে। যদিও, এই নতুন নিয়মে একাধিক প্রশ্ন উঠেছে। বেসরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের হাতে এই দায়িত্ব দিয়ে দেওয়া হলে এর অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অযাচিত অনেকে পর্যাপ্ত ট্রেনিং ছাড়াই লাইসেন্স পেয়ে যেতে পারে বলেও অনেকে মনে করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *