Kolkata Last Metro Time,আজ থেকে আরও রাতে মিলবে মেট্রো, কখন-কোন স্টেশন থেকে ছাড়বে? – kolkata metro is starting service at 11 pm from today in north south corridor as a trial project


যাত্রীদের আরও ভালো পরিষেবা দিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে মেট্রো রেল কর্তৃপক্ষ। তার অঙ্গ হিসেবে এর আগে দুর্গাপুজো বা বিশেষ খেলা থাকলে রাতে স্পেশ্যাল সার্ভিস দিতে দেখা গিয়েছে মেট্রোকে। তবে এবার যাত্রীদের স্বার্থে আরও বড় উদ্যোগ। এবার থেকে রাত ১১টাতেও মিলবে মেট্রো পরিষেবা। আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হচ্ছে।এই বিষয়ে মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ব্লু লাইনে আজ অর্থাৎ ২৪.০৫.২০২৪ তারিখ থেকে রাতে পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা চালান হবে। সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে এই মেট্রো পরিষেবা রাত ১১টায় যথাক্রমে কবি সুভাষ ও দমদম থেকে পাওয়া যাবে। যাত্রাপথে মেট্রো দু’টি সমস্ত স্টেশনে থামবে। প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার টোকেন, স্মার্ট কার্ড বিক্রির জন্য খোলা থাকবে।

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই বিষয়ে বলেন, ‘কলকাতাবাসীর জন্য সুখবর আছে। মেট্রো রেলওয়ে আজ ২৪ মে ২০২৪ থেকে সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন পরীক্ষামূলকবাবে বিশেষ পরিষেবা দেবে। মেট্রো দু’টি কবি সুভাষ স্টেশন থেকে রাত্রি ১১টায় ছাড়বে, আবার দমদম স্টেশন থেকেও রাত্রি ১১টায় ছাড়বে। মেট্রোগুলি প্রতিটা স্টেশনে দাঁড়াবে এবং যাত্রীরা সুবিধা মতো টিকিট ও স্মার্ট কার্ড কাটতে পারবেন। খোলা রাখা হবে কাউন্টারগুলিও।’

পুজোয় সময় রাতে পাওয়া যায় পরিষেবা

প্রসঙ্গত, প্রতি বছরই পুজোর সময় রাতভর পরিষেবা দেয় কলকাতা মেট্রো রেল। এমনকী পুজোর আগে মানুষ যখন কেনাকাটা করেন, সেই সময়ও যাতায়াতে সুবিধার জন্য সপ্তাহান্তে বিশেষ পরিষেবা দেওয়া হয়। এছাড়া যুবভারতীতে বা ইডেন গার্ডেন্সে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও রাতের দিকে বিশেষ পরিষেবা দিতে দেখা গিয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। আর এবার সাধারণ সময়ের জন্যও রাতে দিকে পরিষেবা নিয়ে এল কলকাতা মেট্রো রেল।
Kolkata Metro News: সিগন্যাল ফেলিওরের জেরে ধীর গতিতে মেট্রো, অফিস টাইমে আবারও ভোগান্তি

QR Code-এ কাটা যাচ্ছে টিকিট

উল্লেখ্য, টিকিট কাটার ক্ষেত্রে খুচরো নিয়ে যাতে যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেই কারণে সম্প্রতি কিউআর কোড চালু করা হয়েছে মেট্রোর পক্ষ থেকে। ফলে সেই কিউআর কোডে স্ক্যান করেই এখন টিকিট কাটতে পারছেন যাত্রীরা। সেক্ষেত্রে কাছে ‘এক্সাক্ট ফেয়ার’ বা সঠিক ভাড়া, বা বলা ভালো খুচরো না থাকলেও টিকিট কাটতে কোনও অসুবিধা হচ্ছে না যাত্রীদের। আর তারপরেই রাতের দিকে পরিষেবার উদ্যোগও নিল কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *