Kolkata Municipal Corporation : রবিবার সন্ধ্যায় কলকাতায় ‘রিমেল’, দুর্যোগ মোকাবিলায় কী কী প্রস্তুতি KMC-র? – kolkata municipal corporation has taken several measures to combat remal cyclone


রবিবার সন্ধ্যার মধ্যেই শহরে আছড়ে পড়তে পারে রিমেল। কলকাতা সহ শহরতলি, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এর প্রভাব পড়বে। আগেভাগেই বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি সেরে রাখল কলকাতা পুরসভা। ৭০ – ৮০ কিমি বেগে এই ঝড় মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা বলে জানান হয়েছে।কী কী প্রস্তুতি?

প্রাথমিকভাবে, ত্রাণ সামগ্রী মজুত করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি, ফ্লাড সেন্টারগুলিকে এখন থেকেই প্রস্তুত রাখা হয়েছে। কেএমডিএ, রেল, বন্দর, পূর্ত ও সেচ দফতর সহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় দফতরগুলির সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

কলকাতা পুরসভা সূত্রে খবর, ঝড়ের পরে রাস্তায় ভেঙে পড়া গাছ সরাতে বিশেষ টিম গঠন করা হয়েছে। ১৬টি বরোর জন্য আলাদা করে টিম গঠন করেছে পুরসভা। হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পার ইত্যাদি প্রয়োজনীয় যন্ত্র প্রস্তুত করে রাখা হয়েছে। ঝড়ের পর গাছ ভেঙে পড়লে যাতে দ্রুত সরিয়ে যানবাহন পরিষেবা সচল রাখা যায় সে ব্যাপারে বাড়তি নজরদারি থাকছে।

পুরসভার কন্ট্রোল রুম

পুরসভার তরফে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা রাখার নির্দেশ রয়েছে। পুরসভার শীর্ষ আধিকারিকরা কন্ট্রোল রুম পরিচালনা করবেন। পাশাপাশি, ঝড়-বৃষ্টির সময় বা তার পরবর্তীকালে তড়িতাহত হয়ে মৃত্যু আটকানোর জন্য বাতিস্তম্ভগুলি আগে থেকেই পরীক্ষা করার কাজ শুরু করে দেওয়া হয়েছে। CESC-র সঙ্গে সমন্বয় বজায় রেখে এই কাজ করা হচ্ছে।

Weather Forecast Kolkata:এক দিকে গরম অন্যদিকে তুমুল দুর্যোগ, কী বলছে আবহাওয়া দফতর?

নিকাশি ব্যবস্থায় জোর

প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় বাড়তি নজরদারি রয়েছে নিকাশি ব্যবস্থায়। পুরসভা সূত্রে খবর, পুর এলাকায় ৭৬টি নিকাশি পাম্পিং স্টেশন রয়েছে। সব স্টেশন মিলিয়ে মোট ৪০৮টি পাম্প রয়েছে। এর মধ্যে ৩৯২টি পাম্প সক্রিয়। সব পাম্প যাতে চালু রাখা যায়, সে ব্যাপারে তদারকি চলছে। সমস্ত পাম্পিং স্টেশন সচল রাখতে ২৪ ঘণ্টা চলছে নজরদারি চালানো হবে বলেও জানানো হয়।

রবিবার সন্ধ্যায় আছড়ে পড়বে সাইক্লোন ‘রিমেল’, শনি থেকেই শুরু ভারী বৃষ্টি
এর পাশাপাশি অস্থায়ী পাম্পও প্রস্তুত রাখা হচ্ছে। গালিপিটের মুখে ময়লা জমে যাতে জল জমার সমস্যা না হয়, সে ব্যাপারে নজর থাকছে। তবে কলকাতা পুরসভার পাশাপাশি বিধাননগর পুরসভাও ঝড় মোকাবিলার প্রস্তুতি সেরে রেখেছে। আগামী ১ জুন সপ্তম দফায় কলকাতায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তার আগে যাতে কোনও বিপত্তি না ঘটে, সে ব্যাপারে সতর্ক রয়েছে কলকাতা পুরসভা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *