Local Train Time Table,শনি থেকেই হাওড়া ডিভিশনে ১৫ দিন ট্রাফিক ব্লক, একাধিক ট্রেন বাতিল – some train will be cancel for traffic block in katwa azimganj section in howrah division for 15 days


যাত্রী নিরাপত্তা এবং পরিষেবার মানোন্নয়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ করতেই থাকে পূর্ব রেল। এবার ফের একবার রেলের কাজের জন্য ট্রাফিক ব্লক হতে চলেছে হাওড়া ডিভিশনে। আজিমগঞ্জ-কাটোয়া সেকশনের খাগড়াঘাট এবং কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যে ডাউন লাইনে স্লিপার রিনিউ এবং ব্যালাস্ট প্যাকিং সহ ট্র্যাক রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় কাজ করতে চলেছে পূর্ব রেল। মূলত ট্রেনের গতি বাড়ান, সময়ানুবর্তিতা বজায় রাখা ও যাত্রীদের যাত্রা আরও মসৃণ করতে রক্ষণাবেক্ষণের এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছে রেল।এই আপগ্রেডেশনের কাজকে আরও সহজ করার জন্য উল্লিখিত সেকশনে ২৫.০৫.২০২৪ থেকে ২৬.০৬.২০২৪ তারিখের মধ্যে ১৫ দিন ২৪০ মিনিট ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল মনে করছে, লাইনের উন্নয়ন, ট্রেন পরিষেবায় নিরাপত্তা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার জন্য নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ অত্যন্ত প্রয়োজনীয়৷ এই সময়ের মধ্যে, রক্ষণাবেক্ষণ কাজ নিরাপদ এবং মসৃণভাবে সম্পন্ন করার জন্য একাধিক ট্রেন বাতিল থাকবে।

যে দিনগুলিতে বাতিল থাকবে ট্রেন…

যে দিনগুলিতে ট্রেন বাতিল থাকবে সেগুলি হল চলতি মাসের ২৫, ২৭ ও ২৯ তারিখ এবং আগামী মাসের ১, ৩, ৫, ৮, ১০, ১২, ১৫, ১৭, ১৯, ২২, ২৪ ও ২৬ তারিখ।

রেল মনে করছে এই ট্রাফিক ব্লকের কারণে যাত্রীদের সাময়িকভাবে অসুবিধার সম্মুখীন হতে হলেও দীর্ঘমেয়াদি দিক থেকে এটি ভীষই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই সময়কালে যাত্রীদের সহযোগিতার আবেদন জানান হয়েছে রেলের পক্ষ থেকে।

প্রসঙ্গত, শুধুমাত্র হাওড়া ডিভিশনেই নয়, সাম্প্রতিক অতীতে শিয়ালদা ডিভিশনেও এই ধরনের ট্রাফিক ব্লকের ঘটনা ঘটেছে। সম্প্রতিই ২০ দিনের ট্রাফিক ব্লক ছিল শিয়ালদা ডিভিশনে। দমদম জংশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য একটানা ২০ দিনে মোট ৪৮০ ঘণ্টা ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। সেক্ষেত্রে ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত চলে ওই ট্রাফিক ব্লক। এর ফলে একদিকে বেশকিছু ট্রেন যেমন বাতিল করা হয়, তেমনই সংক্ষিপ্ত করে দেওয়া হয় বহু ট্রেনের যাত্রাপথও।

উল্লেখ্য, নিত্য যাতায়াতের ক্ষেত্রে একটা বড় অংশের মানুষের অন্যতম প্রধান ভরসাই ট্রেন। অফিস যাত্রী ছাড়াও বিভিন্ন প্রয়োজনে গন্তব্যে পৌঁছনোর জন্য মানুষকে রেলপথ ব্যবহার করতে হয়। আর মানুষের যাত্রাপথ যাতে আরও স্বস্তির ও নিরাপদ হয়, সেই কারণেই পরিষেবার মানোন্নয়নের চেষ্টায় পূর্ব রেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *