দুদিন আগেই কলকাতা হাইকোর্টের একটি রায়ে রাজ্যের প্রায় ১৫ লাখ ওবিসি শংসাপত্র বাতিলের কথা বলা হয়েছে। এই রায়কে ‘মানি না’ বলে আগেই জনাইয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁদের প্ল্যান সি কী? মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে বলে বেড়ালেন, আমার কথা বলছি না, ওঁর কথা উচ্চারণ করছি – সংখ্যালঘুরা তফসিলিদের সব জমি কেড়ে নেবে, আপনার এটা বিশ্বাস করেন? সংখ্যালঘুরা তফসিলি মানুষের সংরক্ষণ কেড়ে নেবেন? আপনারা এটা বিশ্বাস করেন?’
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বলেন, ‘এঁদের আসল প্ল্যানটা কী? NRC করে জেলে ঢুকিয়ে দেওয়া, CAA করে বিদেশি বানিয়ে দেওয়া এবং তৃতীয় ইউনিফর্ম সিভিল কোড। তফসিলিদের অধিকার কেড়ে দেওয়ার চক্রান্ত মোদী করছে, আমরা নই।…এটা করার জন্যে একটা রায় হল, সেই রায় আমরা মানি না…বললো, ১৫ লাখ সার্টিফিকেট বাতিল হবে। একটা সার্টিফিকেট করতে গেলে কত কষ্ট করতে হয়, সেটা চলবে, আপনারা চিন্তা করবেন না। আমরা উচ্চ আদালতে যাব, আমি যতদিন বেঁচে আছি, মানুষকে তাঁদের অধিকার দিয়ে ছাড়ব।’
উল্লেখ্য, দু’দিন আগেই কলকাতা হাইকোর্ট একটি পর্যবেক্ষণে জানায়, ২০১০ সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে, তা পুরোপুরি আইন মেনে বানানো হয়নি। এটা ১৯৯৩ সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী বলে জানানো হয়। রাজ্যের প্রায় ১৫ লাখ সার্টিফিকেট বাতিল করার কথা জানায় হাইকোর্ট। এদিকে, এই রায় প্রকাশিত হওয়ার পরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, এই রায় তিনি মেনে নিতে পারছেন না, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে চায় রাজ্য।