Mamata Banerjee : ‘এবার ওঁরা প্ল্যান সি করেছে’, BJP-কে তোপ মমতার – mamata banerjee revealed bjp plan before next two phases of lok sabha election


লোকসভা নির্বাচনের আগে বিজেপির দুটি পরিকল্পনার কথা নির্বাচনী সভামঞ্চ থেকে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির ‘তৃতীয় প্ল্যান’ নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। শুক্রবার জয়নগরের একটি সভা থেকে এই নিয়ে বিশেষ বার্তা দিলেন তিনি।জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বক্তৃতা দেওয়ার সময় মমতা বলেন, ‘এঁরা কয়েকদিন আগে প্ল্যান এ সন্দেশখালি নিয়ে চক্রান্ত করেছিল। আমাদের প্রিয় মা-বোনদের সম্মানহানি করার চেষ্টা করেছিল। আমি ওঁদের ধিক্কার জানাই। প্ল্যান বি, দাঙ্গা করার চেষ্টা করেছিল। সেটা আমরা আটকে দিয়েছি।… এবার ওঁরা প্ল্যান সি করেছে।’

দুদিন আগেই কলকাতা হাইকোর্টের একটি রায়ে রাজ্যের প্রায় ১৫ লাখ ওবিসি শংসাপত্র বাতিলের কথা বলা হয়েছে। এই রায়কে ‘মানি না’ বলে আগেই জনাইয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁদের প্ল্যান সি কী? মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে বলে বেড়ালেন, আমার কথা বলছি না, ওঁর কথা উচ্চারণ করছি – সংখ্যালঘুরা তফসিলিদের সব জমি কেড়ে নেবে, আপনার এটা বিশ্বাস করেন? সংখ্যালঘুরা তফসিলি মানুষের সংরক্ষণ কেড়ে নেবেন? আপনারা এটা বিশ্বাস করেন?’

ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে গর্জে উঠলেন মমতা

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বলেন, ‘এঁদের আসল প্ল্যানটা কী? NRC করে জেলে ঢুকিয়ে দেওয়া, CAA করে বিদেশি বানিয়ে দেওয়া এবং তৃতীয় ইউনিফর্ম সিভিল কোড। তফসিলিদের অধিকার কেড়ে দেওয়ার চক্রান্ত মোদী করছে, আমরা নই।…এটা করার জন্যে একটা রায় হল, সেই রায় আমরা মানি না…বললো, ১৫ লাখ সার্টিফিকেট বাতিল হবে। একটা সার্টিফিকেট করতে গেলে কত কষ্ট করতে হয়, সেটা চলবে, আপনারা চিন্তা করবেন না। আমরা উচ্চ আদালতে যাব, আমি যতদিন বেঁচে আছি, মানুষকে তাঁদের অধিকার দিয়ে ছাড়ব।’

‘…বাইলজিক্যাল সন্তান নই, এ আবার কী কথা!’ নাম না করে মোদীকে কটাক্ষ মমতার
উল্লেখ্য, দু’দিন আগেই কলকাতা হাইকোর্ট একটি পর্যবেক্ষণে জানায়, ২০১০ সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে, তা পুরোপুরি আইন মেনে বানানো হয়নি। এটা ১৯৯৩ সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী বলে জানানো হয়। রাজ্যের প্রায় ১৫ লাখ সার্টিফিকেট বাতিল করার কথা জানায় হাইকোর্ট। এদিকে, এই রায় প্রকাশিত হওয়ার পরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, এই রায় তিনি মেনে নিতে পারছেন না, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে চায় রাজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *