গাড়ি কেনার সামর্থ্য নেই, তবে ছোট থেকেই দু’চোখে স্বপ্ন ছিল গাড়ি একদিন ঘরে আনবেনই। সম্প্রতি সাগর সর্দারের সেই স্বপ্নই পূরণ হয়েছে। গাড়ি কিনতে পারছেন না তাতে কী নিজেই গাড়ি বানিয়ে ফেলেছেন সাগর। নদিয়ার গোপালপুরের বাসিন্দা সাগর। নিজের চেষ্টাতেই মাত্র সাড়ে তিন লাখ টাকা ব্যায়ে চোখ ধাঁধানো গাড়ি বানিয়েছেন সাগর (Nadia News)। সাগরের আত্মীয় থেকে মা কী প্রতিক্রিয়া দিলেন? আসুন দেখে নেওয়া যাক ভিডিয়োতে। রাজনীতি থেকে শুরু করে খেলা, বিনোদন সংক্রান্ত খবরের পাশাপাশি লোকসভা নির্বাচন সম্পর্কিত যাবতীয় খবরে সর্বদা আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The bengali video.