Narendra Modi : মঙ্গলে নমোর রোড-শো নর্থ কলকাতাতে, একাধিক পদযাত্রাতে তৃমমূলনেত্রীও – prime minister narendra modi will hold a roadshow in north calcutta on october 28 in lok sabha election


মণিপুস্পক সেনগুপ্ত
উত্তর না দক্ষিণ কলকাতা? কোথায় রোড-শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দীর্ঘ টালবাহানা শেষে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনেই আগামী ২৮ তারিখ রোড-শো করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিমলা স্ট্রিটে বিবেকানন্দর বাড়ি থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড় পর্যন্ত নমোর রোড-শো করার কথা। বিবেকানন্দর মূর্তিতে মালা দিয়ে তিনি যাত্রা শুরু করবেন।এরপর বিধান সরণি ধরে মোদীর রোড-শো এগিয়ে যাবে শ্যামবাজারের দিকে। দু’কিলোমিটারের রাস্তা হলেও এই পথ অতিক্রম করতে প্রধানমন্ত্রীর ঘণ্টা দেড়েক লাগবে বলে মনে করছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

‘জগন্নাথদেবও মোদী ভক্ত’ মন্তব্যে সম্বিতের প্রায়শ্চিত্ত, সমালোচনা তৃণমূলের

মোদী কলকাতার কোথায় রোড-শো করবেন, সেই সিদ্ধান্ত বিজেপি নিতে পারছিল না। কারণ উত্তরের মতো দক্ষিণ কলকাতার বিজেপি নেতৃত্বও চেয়েছিলেন তাঁদের এলাকার প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে রোড-শো করুন প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত শিকে ছিঁড়েছে উত্তর কলকাতার বিজেপি প্রার্থীরই।

সাধু-সন্তদের নিয়ে সাম্প্রতিক বির্তকের মধ্যে স্বামী বিবেকানন্দর বাড়ি থেকে প্রধানমন্ত্রীর রোড-শো শুরু করার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ২৮ মে নমোর রোড-শো প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘নরেন্দ্র মোদীর রোড-শো ঐতিহাসিক চেহারা নেবে। বাংলার রাজনীতিতে নতুন দিনের সূচনা হবে আগামী মঙ্গলবার।’

PM Narendra Modi : জগন্নাথও মোদীভক্ত! পদ্মে বিড়ম্বনা বাড়াল সম্বিৎ-বচন
২০১৯ লোকসভা ভোটের আগে উত্তর কলকাতায় রাহুল সিনহার সমর্থনে রোড-শো করেছিলেন অমিত শাহ। কলেজ স্ট্রিট থেকে বিবেকানন্দর বাড়ি যাওয়ার পথে বিধান সরণিতে বিদ্যাসাগর কলেজের সামনে ধুন্ধুমার বাধে। ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি।

সে কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের খোঁচা, ‘এলাকার সাধারণ মানুষকে বলব, বিজেপির রোড-শো যখন যাবে, তখন পথে যে সব বাঙালি মনীষীর মূর্তি আছে সেগুলি সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *