Remal Cyclone Live Tracking,রবিবার সন্ধ্যায় আছড়ে পড়বে সাইক্লোন ‘রিমেল’, শনি থেকেই শুরু ভারী বৃষ্টি – west bengal weather forecast 24 may with remal cyclone impact


মে মাসেই ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়। আগামী রবিবার তা আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের সুন্দরবন সংলগ্ন এলাকায়। তবে তা কোন নির্দিষ্ট জায়গা দিয়ে পার হবে এবং কোন সময় আছড়ে পড়বে তা স্পষ্ট নয়।তবে এই সাইক্লোন রিমেলের জন্য রবি এবং সোমবার কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে দুর্যোগে পূর্বাভাস। রবিবার দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু জায়গায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও উত্তর ২৪ পরগনাতে এই দিন ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার এবং কলকাতা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

রিমেল-এর কী প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে?

  • সাইক্লোন শুনলেই সাধারণ মানুষের স্মৃতিতে ভেসে ওঠে আম্ফান, আয়লার সেই ভয়াবহ স্মৃতি। কিন্তু, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, জানাচ্ছেন আবহবিদরা।
  • শনিবার থেকেই রিমেল-এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন থেকেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। পাশাপাশি রবিবার এই তিন জেলার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা এবং হাওড়াতে। হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টির সতর্কতা।
  • সোমবারও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুরে।

কোথায় আছড়ে পড়বে সাইক্লোন রিমেল?

এই প্রসঙ্গে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও জায়গা চিহ্নিত করা যায়নি। তবে কিন্তু, সাইক্লোনটির ‘আই’ বাংলাদেশ উপকূল পার করতে চলেছে বলে প্রাথমিক অনুমান। সেক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা উপকূলে এর সবথেকে বেশি প্রভাব পড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আপাতত রিমেল-এর অবস্থান কোথায়?

শুক্রবার নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে এবং সেখানে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার সকালে তা ঘূর্ণিঝড় হতে পারে। রবিবার ল্যান্ডফলের সম্ভাবনা।

কেমন থাকবে এদিন কলকাতার আবহাওয়া?

শুক্রবার অস্বস্তি বাড়বে ভ্যাপসা গরম। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। এদিন অস্বস্তি বাড়াবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য়, যা সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আগামী ২৪ ঘণ্টা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টিপাত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *