বর্তমানে রাজ্যেজুড়ে রয়েছে ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে আগামীকাল ষষ্ঠ দফা নির্বাচনে ৮ টি লোকসভা আসনের নির্বাচনের জন্য কাজে লাগানো হবে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে। বাকি কোম্পানি থাকবে স্ট্রং রুমে নিরাপত্তায় এবং বাকি জেলায়। এর মধ্যে জেলা ভিত্তিক
বাঁকুড়াতে থাকবে ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ঝাড়গ্রামে থাকবে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পশ্চিম মেদিনীপুরে ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব মেদিনীপুর ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব বর্ধমান জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রে বাহিনী এবং পুরুলিয়া জেলায় ১৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এদিকে ৮টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ২৯,৪৬৮ জন। এর মধ্যে বাঁকুড়ায় ৬৫২১, ঝাড়গ্রাম ২৪৩৬ জন, পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৯০১জন, পূর্ব মেদিনীপুর জেলায় ৭১৪ জন, পূর্ব বর্ধমান জেলায় ৭৪৩২ জন, পুরুলিয়া জেলায় ৫৪৬৪ জন।
কমিশন সূত্রে খবর, ষষ্ঠ দফার নির্বাচনে প্রায় ১৮ শতাংশ বুথ স্পর্শকাতর। QRT-এর ক্ষেত্রে জিপিএস ট্র্যাকিং করা হবে, কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর থেকে। যদিও প্রয়োজনে জাতীয় নির্বাচন কমিশন থেকেই QRT ট্র্যাকিং করা যেতে পারে। কুইক রেসপন্স টিম ছাড়াও আরটি ফ্লাইং স্কোয়াড সহ থাকবে আরও একাধিক ব্যবস্থা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এর জঙ্গলমহলের বুথে (যেখানে মাওবাদী সমস্যা ছিল) এক সেকশন করে ফোর্স এবং ৪ সেকশন করে কিউআরটি থাকবে। ষষ্ঠ দফা নির্বাচনে ঝাড়গ্রামে ৬০টা বুথে , পুরুলিয়ায় ৬০টা বুথে এবং বাঁকুড়ায় ৬টা বুথে শ্যাডো জোন আছে।
আর কোনদিকে নজরদারি?
ষষ্ঠ দফার নির্বাচনে ১০০% বুথে ওয়েব কাস্টিং করা সম্ভব হচ্ছে না ( যে সমস্ত বুথে ওয়েব কাস্টিং করা সম্ভব হচ্ছে না সেই সমস্ত বুথে সিসিটিভি ফুটেজ রেকর্ড করা হবে এবং মাইক্রো অবজার্ভার দিয়ে কাজ চালানো হবে )। এই সব জায়গায় থাকবেন মাইক্রো অবজারভার, করা হবে রেকর্ডিং। তবে হবে না ওয়েব কাস্টিং। ৮ টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা :- ১৫,৬০০ । অন্যদিকে, স্পর্শকাতর বুথের সংখ্যা রয়েছে ২৬৭৮টি।
হেভিওয়েট লড়ছেন কারা?
ষষ্ঠ দফার নির্বাচনে সকলেরই চোখ থাকছে বিশেষত দুই মেদিনীপুর জেলার কেন্দ্রগুলিতে। একদিকে, তমলুক কেন্দ্রে এবার বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজাত গঙ্গোপাধ্যায়, তৃণমূলের হয়ে লড়ছেন তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য, সিপিএমের হয়ে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। কাঁথি কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী, তৃণমূলের প্রার্থী উত্তম বারিক। আরও একটি আকর্ষণীয় কেন্দ্র ঘাটাল। যেখানে তৃণমূল প্রার্থী দেব এবং বিজেপি প্রার্থী হিরণ মুখোমুখি। মেদিনীপুরে তৃণমূলের টিকিটে জুন মালিয়া, বিজেপির হয়ে অগ্নিমিত্রা পাল। বিষ্ণুপুর কেন্দ্রে মুখোমুখি প্রাক্তন স্বামী স্ত্রী সুজাতা মণ্ডল-সৌমিত্র খাঁ। বাঁকুড়া কেন্দ্রে বিজেপির সুভাষ সরকার ও তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী। ঝাড়গ্রাম কেন্দ্রে এবার নতুন প্রার্থী কালীপদ সোরেন ও প্রণত টুডু।