দুর্যোগ উপেক্ষা করেই কাতারে কাতারে লোক অভিষেকের সভায় – people came to abhishek banerjees public meeting in sangrampur during rain


এই সময়, সংগ্রামপুর: মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে মগরাহাট পশ্চিম বিধানসভার সংগ্রামপুরের সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ দিন সভা শুরুর ঠিক আগে আচমকা কালো মেঘে আকাশ ঢেকে যায়। শুরু হয় ঝড়ের সঙ্গে বৃষ্টি। ফলে সভা করা নিয়ে আশঙ্কার কালো মেঘ দেখা দেয় তৃণমূল নেতাদের মনে। কিন্তু দুর্যোগ উপেক্ষা করে কাতারে কাতারে দলের কর্মী-সমর্থকদের ভিড় বাড়তেই থাকে সভাস্থলে। যা দেখে সভামঞ্চে বসে একপ্রকার হতবাক হয়ে যান জেলার নেতারা।ভাঙড়ের সভা শেষ করে যখন অভিষেক আকাশপথে সংগ্রামপুরের এসে পৌঁছন তখনও ঝিরঝিরে বৃষ্টি চলছিল। কিন্তু মানুষের ভিড় এতটাই ছিল, যে সভাস্থলের ছাউনি ছাপিয়ে ছাতা মাথায় শয়ে শয়ে কর্মী-সমর্থককে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বক্তব্যের মাঝে অভিষেক খোলা আকাশের নীচে বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থাকা কর্মী-সমর্থকদের একেবারে মঞ্চের সামনে সিকিউরিটি জ়োনের ভেতরে ঢুকে আসতে বলেন। অভিষেকের নির্দেশ পেতেই পুলিশ বৃষ্টিতে ভিজে যাওয়া কর্মী-সমর্থকদের তড়িঘড়ি মঞ্চের সামনের অংশে বসার জায়গা করে দেয়।

অভিষেক এ দিন বলেন, ‘দক্ষিণ ২৪ পরগনা আমাদের প্রাণের থেকেও প্রিয়। আমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও কর্মভূমি। আমি পরিবারে লোকের কাছে কখনও ভোট চাইতে আসি না। নিজের বাবা-মায়ের কাছে যেমন কেউ ভোট চায় না। কারণ এই জেলার বৃহত্তর মানুষকে আমাদের পরিবারের অংশ বলে মনে করি।’ এ দিন বৃষ্টিভেজা কর্মী-সমর্থকদে উদ্দেশে তিনি বলেন, ‘জয়ের আনন্দ ভাগ করে নিতে এক মাসের মধ্যে আবারও এখানে আসব। বৃষ্টিতে ভিজে আর রোদে পুড়ে তৃণমূলের সভায় যারা আসেন, তাঁরা তৃণমূলকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েই আসেন।’

Abhisekh Banerjee: ‘ওদের ডেকে বাসন মাজান, শৌচালয় পরিষ্কার করান’

মথুরাপুরের পাশেই অভিষেকের নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পাশেই আমার লোকসভা। মথুরাপুরের পাশেই জয়নগর এবং যাদবপুর লোকসভা। এখানে লড়াইটা তৃণমূল বনাম বিজেপির নয়। মগরাহাট পূর্ব বিধানসভার সঙ্গে লড়াই মগরাহাট পশ্চিম বিধানসভার। আর মথুরাপুরের সঙ্গে লড়াই জয়নগরের। জয়ের ব্যবধানে কে এক নম্বরে থাকবে?’ এই জেলায় ৮৩ লক্ষ মানুষকে বিনে পয়সায় রেশন দেওয়া হচ্ছে বলে জানান অভিষেক।

প্রায় চল্লিশ মিনিটের বক্তব্য শেষে মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার বিধায়ক এবং সুন্দরবন সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এরপর সড়কপথে অভিষেক নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বিদ্যানগরের উদ্দেশে বেরিয়ে যান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *