Cyclone Remal,দুয়ারে রিমেল! বিপদে পড়লে ফোন করবেন কোথায়? রইল জেলা ভিত্তিক হেল্পলাইন নম্বর – cyclone remal control room number details for various districts of west bengal


দোরগোড়ায় রিমেল। ভোটের মাঝেই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। আবহাওয়া দফতরের আপডেট ঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়ার আশঙ্কা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া জেলায়।ঝড়ের অবস্থান কী?

হাওয়া অফিসের শেষ আপডেট, এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। শনিবার স্থলভাগের অনেকটা কাছাকাছি এগিয়ে এসেছে সেই নিম্নচাপ। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ এবং ক্যানিং থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্বে অবস্থান করছে নিম্নচাপ। নিম্নচাপ ১৭ কিলোমিটার বেগে স্থলের দিকে এগোচ্ছে। গভীর নিম্নচাপ থেকে শনিবার রাতে ঘূর্ণিঝড় তৈরি হবে বলে জানানো হয়েছে। ঘূর্ণিঝড় রিমেলের জন্য আজ, শনিবার থেকেই নবান্নে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টা চালু থাকছে কন্ট্রোল রুম। নবান্নর কন্ট্রোল রুম নম্বর – 033-2317985 / 033-231 7982ঝড়-বৃষ্টির জন্য কলকাতা শহরের বাসিন্দাদের হেল্পলাইন নম্বর হল – 9432610428 / 94326 10429।

দক্ষিণের জেলাগুলিতে আলাদা করে জেলাভিত্তিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় আগামী ৪৮ ঘণ্টা সজাগ থাকছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। প্রবল ঝড়-বৃষ্টির কারণে কোনওরকম বিপদে পড়লে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। জেলাভিত্তিক কন্ট্রোল রুম নম্বর সহ বিস্তারিত তথ্য দেওয়া হল।

ঘূর্ণিঝড় নিয়ে সরকারি সতর্কতা

ঘূর্ণিঝড় নিয়ে সরকারি সতর্কতা

দক্ষিণ ২৪ পরগনা জেলা

জানা গিয়েছে, ক্যানিং থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। শনিবারই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার রাতে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন

বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। নিজস্ব চিত্র।

হাওড়া জেলা

রিমেল ঝড়কে সামাল দেওয়ার জন্য হাওড়া পুরসভার পক্ষ থেকে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। শহরের বাসিন্দারা সমস্যায় পড়লে পুরসভার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। কন্ট্রোল রুমের নম্বর ৬২৯২২৩২৮৭০। ২৪ ঘন্টা এই কন্ট্রোল রুম খোলা থাকবে। এছাড়াও আটটি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে। পুরসভার আটটি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তৈরি থাকবে। অতিরিক্ত বৃষ্টি হলে যাতে শহরে জল জমে না যায় তার জন্য ১১ টি পাম্প হাউস চালানোর সঙ্গে ৬৭ টি পাম্পের বন্দোবস্ত করা হয়েছে।

উত্তর ২৪ পরগনা জেলা

ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় মাইক প্রচার শুরু হয়েছে। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও হেমনগর উপকূল থানা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাইক প্রচার চলছে। বসিরহাট মহকুমা শাসকের দফতরে ২৪ ঘন্টার জন্য একটি হেল্পলাইন খোলা হয়েছে। পাশাপাশি সুন্দরবনের সব ক’টি ব্লক অফিসে আলাদা করে হেল্পলাইন ডেস্ক চালু করা আছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সন্দেশখালি হেমনগর ও হিঙ্গলগঞ্জে একাধিক রেসকিউ সেন্টার চালু করা হয়েছে। কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর – 9073940058, 9073936323 ও 9073940039।

হুগলি জেলা

হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার। আজ ২৫ মে থেকে ২৭ মে অবধি তিন দিন জেলার সমস্ত ঘাটে বন্ধ থাকবে ফেরি চলাচল। চুঁচুড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া, গুপ্তিপাড়া সহ বিভিন্ন ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। হুগলি জেলার জন্য কন্ট্রোল রুম নম্বর -8100 106 041।

পূর্ব মেদিনীপুর জেলা

পূর্ব মেদিনীপুর জেলাতেও ঝড়ের ভালোরকম প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। দিঘা সমুদ্র সৈকতে ইতিমধ্যে মাইকিং প্রচার শুরু হয়েছে। সমুদ্রে ইতিমধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়েছে। পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে সতর্কতা জারি। এই জেলার কন্ট্রোল রুম নম্বর হল – 90739 39804।

নদিয়া জেলা

নদিয়া জেলায় রিমেল ঝড়ের প্রভাব পড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলার। রিমেল ঝড়ের মোকাবিলায় নদিয়ায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। জেলা কন্ট্রোল রুম নম্বর হল 03472-252106, 7548975303, WBSEDCL কন্ট্রোল রুম নম্বর – 03472-251150।

রিমেল ‘রোষ’-এ শনি থেকেই বৃষ্টি, বাংলায় কী প্রভাব এই সাইক্লোনের?
মালদা জেলা

মালদা অতিরিক্ত জেলা শাসক পীযূষ সারুঙখে জানিয়েছে, দুটি হেল্পলাইন – 03512 252 058 / 03512 253 056। গাজোল ও হাবিবপুর বেশি প্রভাব। দুটি কুইক রেস্পন্স টিম। চাঁচল ও ইংরেজবাজার দুটি টিম থাকবে। সমস্ত ফেরিঘাট বন্ধ থাকবে। বিদ্যুৎ দফতর, ফেরিঘাটের মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে। মৎস্যজীবীদের এলার্ট করা হয়েছে।

বিদ্যুৎ বিপর্যয়ে যোগাযোগ

ঝড়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিদ্যুৎপর্ষদকেও। সমস্ত জেলাতেই WBSEDCL-এর তরফে সতর্কতা থাকছে। WBSEDCL জানিয়েছে, 8900793503 / 8900793504 নম্বরে যোগাযোগ করে বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ বা জিজ্ঞাস্য থাকলে ফোন করা যাবে। এছাড়া 19121 নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *