পাখির চোখ ঘাটাল লোকসভা কেন্দ্র। দুই তারকা প্রার্থীর লড়াই। ভোট ষষ্ঠীর সকালেই বিজেপি প্রার্থী হিরণকে বিক্ষোভের মুখে পড়তে হল। শুক্রবার রাতে কেশপুরে সন্ত্রাস চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা। বিজেপি শেষবেলায় এসে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলেই দাবি করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব।সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তৃণমূল প্রার্থী দেব বলেন, ‘ভোটে জেতার জন্য ওঁরা সমস্ত কিছু ব্যবহার করে ফেলেছে। এবার ওদের কাছে একটা পথ হচ্ছে সন্ত্রাস। ঘাটালে সবাই জানে যে জিতবে। ঘাটালের মানুষ জানেন কে জিতবে। মানুষের ভালোবাসাতেই জিতব।’ সুতরাং এগুলি করে কোনও লাভ হবে না। দেব জানান, সবং, পিংলা এলাকায় গতকাল রাতে ময়না থেকে প্রচুর বহিরাগত লোক ঢুকতে যাচ্ছিল। বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন তিনি।
এদিকে, কেশপুরে এদিন সকালে বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। বিজেপি প্রার্থীর গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। হিরণের গাড়ির চাকার সামনে রাস্তায় শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। ওই এলাকায় মহিলারা হাতে লাঠি, বাঁশ নিয়ে বেরিয়েছেন। তৃণমূলের অভিযোগ, ওই এলাকায় গতকাল রাত থেকে বিজেপি অশান্তি করতে চাইছে।
এদিকে, কেশপুরে এদিন সকালে বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। বিজেপি প্রার্থীর গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। হিরণের গাড়ির চাকার সামনে রাস্তায় শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। ওই এলাকায় মহিলারা হাতে লাঠি, বাঁশ নিয়ে বেরিয়েছেন। তৃণমূলের অভিযোগ, ওই এলাকায় গতকাল রাত থেকে বিজেপি অশান্তি করতে চাইছে।
বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী হিরণ বলেন, ‘কোথায় অভিযোগ দায়ের হয়েছে? ওদের পুলিশ, ওরা অভিযোগ করেনি? এফআইআরের কপি দেখাতে বলুন। ১৪৪ ধারা চলছে। তার মধ্যে হাতে বাঁশ, লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে সবাই।’ কোনও অশান্তির সঙ্গে বিজেপি জড়িত নয় বলে দাবি করেন তিনি।
যদিও, হিরণের বিরুদ্ধে এদিন কিছু বলতে চাননি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। তাঁর কথায়, ‘আজকের দিনে হিরণকে নিয়ে কিছু বলতে চাইনা। মানুষকে যাঁকে ভালোবাসবে, মানুষ তাঁকেই ভোট দেবে।’ সার্বিক ভাবে ঘাটাল লোকসভা কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে দাবি করেন দেব। এমনি, বুথ পরিদর্শনে গিয়ে মহিলাদের প্রচুর লম্বা লাইন দেখে খুশি হন দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রে গতবারের তুলনায় ভোটের হার বেশি হবে বলেই আশাপ্রকাশ করেন তিনি।