Jhargram Lok Sabha: একাধিক বুথে এজেন্টই নেই, ক্ষুব্ধ BJP প্রার্থী! ঝাড়গ্রামে শান্তির বার্তা কালীপদর – jhargram lok sabha election bjp candidate raised allegation for not having agent in several booths


ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে অগ্নিপরীক্ষা শনিবার। ভোটের ষষ্ঠীতে জঙ্গলমহলের মানুষ কোনদিকে? গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ঝাড়গ্রামের মানুষ। তবে, এই লোকসভা কেন্দ্রে বহু বুথে এজেন্ট দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করলেন বিজেপি প্রার্থী প্রণত টুডু।শনিবার ভোটের অর্ধ দিবস পূর্ণ হতে না হতেই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বহু বুথে দেখতে পাওয়া গেল না বিজেপির বুথে এজেন্টদের। বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে সবর হয়েছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডু। তিনি বলেন, ‘ঝাড়গ্রাম শহর এবং রগড়া এলাকার বহু বুথে আমাদের বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি, ইতিমধ্যেই আমাদের জেলা সভাপতির মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।’

এদিকে, ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত বেনাগেড়িয়া জুনিয়র হাই স্কুলে ১৭৬ নম্বর বুথে এদিন ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সোরেন। কিন্তু ১৭৬ নম্বর বুথে তৃণমূলের বুথ এজেন্ট থাকলেও বিজেপির বুথ এজেন্ট দেখতে পাওয়া যায়নি। সেই প্রসঙ্গে বিজেপি প্রার্থী ডাঃ প্রণত টুডু বলেন, ‘আমাদের বুথ এজেন্টকে ওখানে ধমকি-চমকি দিয়ে বসতে দেওয়া হয়নি।’ পরে অবশ্য জানা গিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ১৭৬ নম্বর বুথ এজেন্ট দেয় বিজেপি ।

অন্যদিকে, তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন বলেন, ‘জঙ্গলমহলে শান্তিপূর্ণভাবেই ভোট হবে।’ এদিন সকালে কালীপদ সরেন স্ত্রী,কন্যা, পুত্রকে সঙ্গে নিয়ে সপরিবারে ভোট দেন। তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন আরো বলেন, ‘জঙ্গলমহল শান্তিপূর্ণ জায়গা, এখানে শান্তিপূর্ণ ভাবেই ভোট হবে, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সবার ভোটাধিকার প্রয়োগ করবে।’

মাত্র ৫ মিনিট দেরি হলে বিস্ফোরণে উড়ে যেত গাড়ি
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এবার দুই তরফেই প্রার্থী পরিবর্তন করা হয়েছে। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বীরবাহা সোরেন। অন্যদিকে, বিজেপির প্রার্থী হয়েছিলেন কুনার হেমব্রম। বিজেপি প্রার্থী জয়ী হলেও তাঁকে এবার টিকিট দেওয়া হয়নি। ভোটের কয়েকদিন আগেই তৃণমূলে যোগদান করেন কুনার হেমব্রম। এবার বিজেপির প্রার্থী হয়েছেন প্রণত টুডু, তৃণমূলের প্রার্থী করা হয়েছে কালীপদ সোরেনকে। প্রসঙ্গত, এবার ঝাড়গ্রামের কুড়মি সমাজ পক্ষ থেকে পৃথক নির্দল প্রার্থী দেওয়া হয়েছে। এই কেন্দ্রের ফলাফল কী হবে, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *