Lok Sabha Election 2024 : ষষ্ঠ দফায় নির্বাচনে ৬১৫ অতি স্পর্শকাতর বুথ বাঁকুড়া, পুরুলিয়ায় – lok sabha election 2024 sixth phase held in bankura bishnupur and purulia constituencies


এই সময়, বাঁকুড়া ও পুরুলিয়া: আজ শনিবার, ষষ্ঠ দফায় নির্বাচন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। এই দুই কেন্দ্রে আজ ভাগ্য নির্ধারণ হবে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২০ জন প্রার্থীর। জেলা জুড়ে ভোটগ্রহণ হবে ৩,২৮৩টি বুথে। তারমধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ৩৮১টি। অতি স্পর্শকাতর বুথের সংখ্যা ৪১৪। জেলা জুড়ে থাকছেন ১৭ হাজারের সামান্য বেশি ভোটকর্মী।দুই কেন্দ্র মিলিয়ে ভোটের জন্য মোতায়েন করা হয়েছে ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া রাজ্য পুলিশ থাকছে সাড়ে সাত হাজারের উপরে। থাকছে ৩৬টি ফ্লাইং স্কোয়াড। জেলায় এবার তৈরি করা হয়েছে একগুচ্ছ মডেল বুথ। রয়েছে মহিলা পরিচালিত বেশ কিছু বুথ। বিশেষ চাহিদা সম্পন্নদের পরিচালিত বুথও রয়েছে। এছাড়া কয়েকটি থিম বুথও করা হয়েছে। বাঁকুড়া জেলায় ৯টি ডিসিআরসি হয়েছে।

সেখান থেকে শুক্রবার ভোটকর্মীরা ইভিএম সমেত অন্যান্য সামগ্রী নিয়ে বুথে রওনা দেন। বাঁকুড়ার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সিয়াদ এন বলেন, ‘সুষ্ঠু ভাবে নির্বাচন করতে সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ অন্য দিকে, ষষ্ঠ দফার নির্বাচনে পুরুলিয়ার জন্য বরাদ্দ হয়েছে ১৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

রাজ্য পুলিশ মোতায়েন থাকছে ৬ হাজার ৩৬৬ জন। শুক্রবার দুপুর থেকেই জেলার ৪টি ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটকর্মীরা রওনা হতে শুরু করেন বুথের উদ্দেশে। পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের ডিস্ট্রিবিউশন সেন্টারে উপস্থিত থেকে সব ব্যবস্থা খতিয়ে দেখেন পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা। জেলায় মোট বুথ রয়েছে ১,৯০৩টি। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯৩টি। রয়েছে ২০১টি অতি স্পর্শকাতর বুথ।

West Bengal Lok Sabha Election : রাত পোহালেই নির্বাচন! প্রার্থী কারা-নিরাপত্তা কেমন? ষষ্ঠ দফায় বাংলার ভোটচিত্র একনজরে

মহিলা পরিচালিত বুথের সংখ্যা ১০টি। ভোটকর্মী রয়েছেন ১১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে মহিলাকর্মীর সংখ্যা ১২৭। মানবাজার ডিসিআরসি কেন্দ্র থেকে বান্দোয়ান এলাকায় ভোটের কাজে যেতে হয়েছে পুরুলিয়ার বাসিন্দা তরণীকুমার দাসকে। তিনি বলেন, ‘কোনও চিন্তা নেই। কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তাই কোনও ভয় নেই।’ মহিলা ভোটকর্মীদের মধ্যেও এদিন উত্সাহ লক্ষ করা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *