Lok Sabha Election 6th Phase : ভোট ষষ্ঠীতে আজ বাংলায় নজর সেই নন্দীগ্রামই, সঙ্গে ঘটালও – tamluk and nandigram are the focus on lok sabha election 2024 sixth phase


এই সময়: আজ, শনিবার লোকসভার ষষ্ঠ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গ-সহ দেশের মোট আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৫৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। এই দফায় সবমিলিয়ে মোট ৮৮৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। বাংলায় যে আটটি কেন্দ্রে ভোট রয়েছে, তার মধ্যে সবার নজর থাকবে তমলুকে, বলা ভালো, এই লোকসভার অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভায়।বিজেপির এক স্থানীয় কার্যকর্তার মাকে কুপিয়ে খুনের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম। এই ঘটনায় আরও কয়েকজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনার সূত্র ধরে ২০০৭-এর জমি আন্দোলনের সময়কার অগ্নিগর্ভ নন্দীগ্রামের ছবি ফিরেছিল প্রায় ১৭ বছর পরে। বৃহস্পতিবার রাতেও সেখানে বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ঘটনার পর থেকে বাড়িছাড়া রয়েছেন বহু গ্রামবাসী। আগের পাঁচ দফায় বড় কোনও অশান্তি ছাড়া ভোট মেটার পরে আজ নন্দীগ্রামে শান্তিতে নির্বাচন পরিচালনা কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকের ভোটে স্টার-ফাইট রয়েছে ঘাটালেও, যেখানে তৃণমূলের অভিনেতা প্রার্থী দেবের মুখোমুখি বিজেপির হিরণ। দু’পক্ষের বাগযুদ্ধের মধ্যে এদিন সেখানে ভোটের উত্তাপ বেড়েছে ঘাটালের দাসপুরে এক বিজেপি নেতার গাড়ি থেকে ২৪ লক্ষ টাকা নগদ উদ্ধারের পরে।

এই ঘটনায় গেরুয়া শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ষষ্ঠ দফায় বাংলায় মোট ৯১৯ কোম্পানি (প্রায় ৭৫ হাজার জওয়ান) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার সঙ্গে থাকছে মোট ২৯,৪৬৮ রাজ‌্য পুলিশ। বাহিনীর সংখ্যার নিরিখে এটাই সর্বকালীন রেকর্ড। এরমধ্যে পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্রের জন্য মোট ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে।

অন্যান্য কেন্দ্রের তুলনায় এই জেলায় রাজ্য পুলিশের সংখ্যা অনেকটাই কম। পশ্চিম মেদিনীপুরের দুই কেন্দ্র ঘাটাল ও মেদিনীপুরের জন্য থাকছে ২১৮ কোম্পানি সেন্ট্রাল ফোর্স। শুধু রাজনৈতিক উত্তেজনা সামাল দেওয়া নয়, আজকের ভোটে কমিশনের আরও বড় মাথাব্যথার কারণ ঘূর্ণিঝড় ‘রিমেল’। আজ শনিবার সকালের দিকেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা। তার জেরে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। ভোটগ্রহণ পর্ব চলাকালীন ঝড়-বৃষ্টি শুরু হলে তা নিশ্চিতভাবেই বড় চিন্তার কারণ হবে নির্বাচন কমিশনের কাছে। যদি বিকেল বা সন্ধের দিকেও ঝড়-বৃষ্টি হয়, তাহলেও ভোটকেন্দ্র থেকে ইভিএম বের করে স্ট্রং-রুমে না পৌঁছনো পর্যন্ত নিশ্চিন্ত হতে পারবে না কমিশন। সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় জেলাপ্রশাসনকে সবরকম প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। দমকল এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকেও সতর্ক করা হয়েছে।

Lok Sabha Election 6th Phase : কানহাইয়া কুমার-সম্বিত পাত্র থেকে দেব-অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ষষ্ঠ দফা ভোট কবে? হেভিয়ওেট কারা

পশ্চিমবঙ্গের পাশাপাশি ষষ্ঠ দফায় বিহারে ৮টি, হরিয়ানায় ১০টি, ঝাড়খণ্ডে ৪টি, ওডিশায় ৬টি, উত্তরপ্রদেশে ১৪টি, দিল্লিতে ৭টি এবং কাশ্মীরে ১টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এই দফায় বেশ কয়েকজন তারকা প্রার্থীও রয়েছেন। এঁদের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের সুলতানপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী মানেকা গান্ধী, নিউ দিল্লি লোকসভা আসনে বিজেপি’র টিকিটে লড়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ, কংগ্রেস নেতা কানহাইয়া কুমার, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং বিশিষ্ট শিল্পপতি নবীন জিন্দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *