Pranat Tudu,মহিলা ভোটারকে মারধরের অভিযোগ বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে, ভোটে রক্তাক্ত গড়বেতা – jhargram bjp candidate pranat tudu allegedly attacked by villagers on 6th phase lok sabha election


ভোটে উত্তপ্ত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতা। বিজেপি প্রার্থীর দেহরক্ষীদের বিরুদ্ধে মহিলা ভোটারকে মারধরের অভিযোগ। আর তার জেরে পালটা বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে৷ ইটের ঘায়ে মাথা ফাটল প্রার্থীর নিরাপত্তারক্ষীদের৷ একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত৷ ইটবৃষ্টি থেকে বাঁচতে কার্যত পালাতে দেখা গেল নিরাপত্তারক্ষীদের৷ ঘটনার খবর পেয়ে গড়বেতায় অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিল কমিশন। একইসঙ্গে চেয়ে পাঠান হয়েছে রিপোর্ট।

ঠিক কী অভিযোগ?

জানা গিয়েছে, এদিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভার খড়কুশমা উত্তর এলাকায় ২১২ নম্বর বুথে পরিদর্শনে যান বিজেপি প্রার্থী প্রণত টুডু। তৃণমূলের অভিযোগ, সেখানেই ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলা ভোটারের উপর হামলা ও তাঁকে মারধর করেন প্রণত টুডুর নিরাপত্তারক্ষীরা। এই বিষয়ে তৃণমূলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করে বলেন, ‘ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী তিনি ও তাঁর নিরাপত্তারক্ষীরা একজন মহিলাকে মারধর করবেন, তাঁকে মাটিতে ফেলে দেবেন, প্রণত টুডুর তো মহিলার কাছে নত মস্তকে প্রণত হওয়া উচিত ছিল। তিনি এক দুর্বীনিত কেন? বলছেন প্রাণে বেঁচে গিয়েছি, ভাগ্যিস নিরাপত্তারক্ষীরা ছিল। একবারও তো বলছেন না, নিরাপত্তরক্ষীদের হাতে মহিলারা নির্যাতিত হচ্ছেন।’ এই ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কারও জানান চন্দ্রিমা। বিজেপি নারীদের সম্মান নয়, নারীদের অপমান করে বলেই দাবি তাঁর। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া হবে বলেও জানান চন্দ্রিমা।

পালটা বিক্ষোভ গ্রামবাসীদের

এদিকে এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোট পরিস্থিতি। পালটা বিক্ষোভ প্রতিবাদ শুরু করেন গ্রামবাসীরা। প্রার্থী ও তাঁর নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার জেরে বিজেপি প্রার্থীর গাড়ির কাচ ভেঙে যায় এবং তাঁর নিরাপত্তায় থাকা দু’জন রক্ষীর মাথা ফেটে যায় বলে জানা গিয়েছে। সেখান থেকে কার্যত ছুটে পালাতে দেখা যায় প্রার্থী ও তাঁর নিরাপত্তারক্ষীদের। এছাড়াও ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনায় পালটা প্রণত টুডু বলেন, ‘আমার মাথায় লেগেছে। মাথায় ইট লেগেছে। ব্যথা করছে। গাড়ির কাচও ভেঙে দিয়েছে।’

এর আগে এদিন সকালে প্রণত টুডু অভিযোগ করেন, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বেশকিছু বুথে এজেন্ট বসতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে কমিশনে অভিযোগও জানায় বিজেপি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *