কোথায় আছড়ে পড়বে সাইক্লোন রিমেল?
শক্তিশালী সাইক্লোনের ল্যান্ডফলের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়? আবহাওয়া দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার মাঝরাতে সাগর দ্বীপ এবং বাংলাদেশের বরিশাল ডিভিশনের খেপুপাড়ার কোনও একটি জায়গাতে সাইক্লোনটির আছড়ে পড়ার সম্ভাবনা। উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। সাইক্লোন রিমেল-এর সবথেকে বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনাতে।
কলকাতায় ঝড়-বৃষ্টি?
শনিবার সকালের দিকে সামান্য মেঘলা ছিল শহর কলকাতার আকাশ। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যটা বদলাতে চলেছে বলেই পূর্বাভাস। মেঘলা হবে আকাশ। এদিন কলকাতাতেও বৃৃষ্টিপাতের সম্ভাবনা।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ।
শনি এবং রবি জেলাগুলিতে রিমেল-এর ঠিক কী প্রভাব?
শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে বৃষ্টিপাত। এদিন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে মেঘলা থাকবে আকাশ। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দু’এক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে, পূর্বাভাস এমনটাই। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবারও জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে সোমবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে।
বৃষ্টির পাশাপাশি প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ১২০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনাতে রয়েছে ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা।