শনিবার সকালে তমলুকের বর্গভীমা মন্দির পুজো দিয়ে বেরিয়ে তাম্রলিপ্ত পুরসভার ৭ নং ওয়ার্ডে ২৩৩ নং বুথ পরিদর্শনে যান তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তমলুকের একটি বুথে প্রিসাইডিং অফিসার কোথায় ভোট দিতে হবে বলে দেখিয়ে দিচ্ছেন বলেও দাবি করেন। এদিকে পালটা, নির্বাচনে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুদিন আগেই নন্দীগ্রামে এক বিজেপি মহিলা কর্মীর হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় পরিস্থিতি।
এই বিষয়টিকে কেন্দ্র করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ওখানে আমাদের যে কর্মীকে হত্যা করা হয়েছে, তাঁদের খুনের ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের পুলিশ পাহাড়া দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উলটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একদিনের আমাদের ছয়জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কথায়, ‘পুলিশ বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়াচ্ছে।’ হলদিয়ায় কিছু বুথে এজেন্ট বসতে না দেওয়ার মতো অভিযোগও করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিকে, হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে চোর স্লোগান তুললো বেশ কিছু বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বহু মানুষের চাকরি খেয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন হলদিয়ার একটি বুথে আসে তখনই তাকে ধীরে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকজন।
পূর্ব মেদিনীপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হল তমলুক। গতবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৎকালীন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। এই বছর ভোটের আগে তিনি বিজেপিতে যোগদান করেন। এই কেন্দ্রে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করায় বিজেপি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে এই কেন্দ্রে টিকিট পান তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।