অন্যদিকে, দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার শৌভিক ভট্টাচার্য বলেন, ‘দিঘা, তাজপুর, মন্দারমণির সমস্ত হোটেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কোনও পর্যটকদের যাতে কোনও বিপদ না হয়, সেই জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে।’ ইতিমধ্যেই দিঘায় নেমেছে এনডিআরএফ টিম। ঘন ঘন মাইকিং করা হচ্ছে।
এদিন জেলা প্রশাসনের তরফে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। পর্যটকদের নিরাপত্তার জন্য বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে। সমুদ্র স্নানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কবার্তা জারি হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
উল্লেখ্য, অতীতেও সাইক্লোনে বিধ্বংস্ত হয়েছিল দিঘা। সেই ক্ষতচিহ্নে সৌন্দর্যায়নের প্রলেপ লাগিয়েছে রাজ্য সরকার। রিমালের আছড়ে পড়ার খবরে তাই আতঙ্ক বাড়ছে। যদিও প্রশাসনের তরফে সাধারণ মানুষকে আশ্বস্থ করা হচ্ছে।
এদিন সকাল থেকেই দিঘায় চলছে মাইকিং। নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পর্যটকদের। সকাল থেকে সেখানে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই রিমেলের জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেদক্ষিণ-পূর্ব রেল একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং বেশ কিছু ট্রেনের রুটে কাটছাঁট করা হয়েছে।
২৬ মে ২২৮৯৭ হাওড়া দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল বাতিল করা হয়েছে। এছাড়াও ২৭ মে ০৮১৩৬ দিঘা পাঁশকুড়া লোকাল, ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল বাতিল করা হয়েছে।