সাইক্লোন রিমেলের জের, দিঘায় ২ দিন বন্ধ হোটেল বুকিং – cyclone remal update all hotels in digha will not take booking for 2 days


রবিবারই আছড়ে পড়ছে সাইক্লোন রিমেল। ফুঁসছে দিঘার সমুদ্র। শনিবার থেকেই শুরু হয়েছে জলোচ্ছ্বাস। এবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দু’দিনের জন্য দিঘায় সমুদ্রের পাশে সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দিল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। শুধু তাই নয়, সমুদ্রের পাশের হোটেলগুলি খালি করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি হোটেল মালিকদের আপাতত দুই দিন সমস্ত বুকিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।পূর্ব মেদিনীপুরে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়ছে। হোটেল বুকিং সংক্রান্ত নির্দেশিকা প্রসঙ্গে দিঘা শংকরপুর হোটেলিয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘প্রশাসনের তরফে হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে যাতে বুকিং না নেওয়া হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত বুকিং বন্ধ রাখার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনকে যাবতীয় সহযোগিতা করা হবে।’

অন্যদিকে, দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার শৌভিক ভট্টাচার্য বলেন, ‘দিঘা, তাজপুর, মন্দারমণির সমস্ত হোটেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কোনও পর্যটকদের যাতে কোনও বিপদ না হয়, সেই জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে।’ ইতিমধ্যেই দিঘায় নেমেছে এনডিআরএফ টিম। ঘন ঘন মাইকিং করা হচ্ছে।

এদিন জেলা প্রশাসনের তরফে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। পর্যটকদের নিরাপত্তার জন্য বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে। সমুদ্র স্নানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কবার্তা জারি হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

উল্লেখ্য, অতীতেও সাইক্লোনে বিধ্বংস্ত হয়েছিল দিঘা। সেই ক্ষতচিহ্নে সৌন্দর্যায়নের প্রলেপ লাগিয়েছে রাজ্য সরকার। রিমালের আছড়ে পড়ার খবরে তাই আতঙ্ক বাড়ছে। যদিও প্রশাসনের তরফে সাধারণ মানুষকে আশ্বস্থ করা হচ্ছে।

এদিন সকাল থেকেই দিঘায় চলছে মাইকিং। নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পর্যটকদের। সকাল থেকে সেখানে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই রিমেলের জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেদক্ষিণ-পূর্ব রেল একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং বেশ কিছু ট্রেনের রুটে কাটছাঁট করা হয়েছে।
সাইক্লোন রিমালের জেরে রবি-সোম দিঘাগামী একাধিক ট্রেন বাতিল, রইল তালিকা

২৬ মে ২২৮৯৭ হাওড়া দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল বাতিল করা হয়েছে। এছাড়াও ২৭ মে ০৮১৩৬ দিঘা পাঁশকুড়া লোকাল, ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল বাতিল করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *