প্রসঙ্গত, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে জেলায় রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি রয়েছে ইতিমধ্যে। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে জারি কমলা সতর্কতা। সোমবার নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার রাতে স্থলভাগে আছড়ে পড়ার পরে সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ শক্তিক্ষয় করবে রিমেল। এরপর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা রয়েছে ঘূর্ণিঝড় রিমালের। সেই নিম্নচাপ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর ক্রমশ উত্তর দিকে এগোবে বলে জানানো হয়েছে। ফলত, দক্ষিণবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদে সোমবার সকাল থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, দুই ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলাতেও।