Lok Sabha Elections 2024,তিন লাখ মার্জিনে হারবেন রেখা! শাহজাহান-বাণীতে তুঙ্গে বিতর্ক – lok sabha elections 2024 sandeshkhali bjp leader rekha patra will lose 3 lakh margin says sheikh shahjahan


এই সময়, কলকাতা ও বসিরহাট: তিনি জেলবন্দি। দল তাঁকে সাসপেন্ডও করেছে। তা সত্ত্বেও ভোট রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাননি শেখ শাহজাহান! বসিরহাটের (যার মধ্যেই পড়ে সন্দেশখালি) বিজেপি প্রার্থী রেখা পাত্র তিন লক্ষ ভোটে হারবেন বলে ভবিষ্যদ্বাণী করলেন তিনি। তাঁর গ্রেপ্তারির নেপথ্যে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলেও দাবি করেছেন শাহজাহান।বসিরহাট লোকসভা ভোটের সপ্তাহখানেক আগে শাহজাহানের এই মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে বাগযুদ্ধ থামছে না।
আগামী ১ জুন শেষ দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট। বিজেপির একাংশ মনে করছে, জেলে থেকে ভোট ম্যানেজ করার ক্ষমতা রাখেন শাহজাহান। কারণ, তাঁর অনুগামীরা এখনও বাইরে রয়েছেন।

শুক্রবার সন্দেশখালির সভায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় তেমনই আশঙ্কার কথা শোনা গিয়েছে। তিনি বলেন, ‘আমি দাবি করব, ওঁকে এখানকার জেলে যেন না রাখা হয়। জেলে মোবাইল ব্যবহার করছেন শাহজাহান। আমার কাছে ডকুমেন্ট আছে।’

শুক্রবারই শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। প্রিজ়ন ভ্যানে করে কলকাতায় নিয়ে যাওয়ার সময়ে আদালত চত্বরে অনুগামীদের ভিড় দেখে শাহজাহান বলেন, ‘মিথ্যা অপরাধে আমাদের গ্রেপ্তার করা হচ্ছে। রাজনৈতিক স্বার্থ রয়েছে। যে আশায় আমাকে আটকে রাখা হয়েছে, তা সফল হবে না। তিন লক্ষেরও বেশি ভোটে হারবেন রেখা পাত্র।’

সন্দেশখালির আন্দোলন থেকে প্রচারে এসেছিলেন রেখা। মূলত তাঁর নেতৃত্বেই সন্দেশখালির মহিলারা শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। পরবর্তী ক্ষেত্রে রেখাকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। সন্দেশখালি ইস্যুতে বিজেপি-তৃণমূল কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। স্টিং অপারেশনের একের পর এক ভিডিয়ো (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) সামনে এসেছে।

তৃণমূল দাবি করেছে, সন্দেশখালির আন্দোলন বিজেপির সাজানো ঘটনা। ভিডিয়ো প্রকাশের পর, কিছুটা হলেও ব্যাকফুটে যেতে হয়েছে বিজেপিকে—এমনটাই রাজনৈতিক মহলের অভিমত। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যে ভোট প্রচারে এসে যে ভাবে সন্দেশখালির ইস্যুতে সুর চড়িয়েছেন, তাতে পুরো শক্তি নিয়ে ভোট জেতার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি নেতানেত্রীরা।

বসিরহাট কেন্দ্রে বিজেপির রেখা পাত্রের সঙ্গে মুখোমুখি লড়াই তৃণমূলের পোড়খাওয়া নেতা হাজি নুরুল ইসলামের। সিপিএম-এর হয়ে লড়ছেন নিরাপদ সর্দার। শাহজাহানের মন্তব্য নিয়ে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘উনি ওঁর ব্যক্তিগত মতামত বলেছেন। তবে, আমি মনে করি, বসিরহাট লোকসভায় গতবার আমরা জিতেছিলাম সাড়ে তিন লক্ষ ভোটে। এ বার অবশ্যই ভোটের মার্জিন বাড়বে।’

‘…প্ল্যান ছকার নির্দেশ ছিল’, তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক ‘সন্দেশখালির মুখ’ বিজেপি নেত্রী

তাঁর সংযোজন, ‘সন্দেশখালির ঘটনাটা চক্রান্ত, তা বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিয়োতে প্রকাশ পেয়েছে। বিজেপি নেতারা কী ভাবে চক্রান্ত করে সন্দেশখালিতে তৃণমূলকে ফাঁসানোর ছক কষেছিলেন তা সামনে এসেছে।’ এ বিষয়ে সন্দেশখালির বাসিন্দা তথা বসিরহাট লোকসভার সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের মন্তব্য, ‘অন্ধকার গুহার মধ্যে থেকে অঙ্ক কষছেন তিনি। সে বিষয়ে আমার কিছু বলার নেই। তবে, এইটুকু বলতে পারি, এ বার বসিরহাট লোকসভায় ত্রিমুখী লড়াই হতে চলেছে। কে জিতবে, তা সময় বলবে!’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *