Railway Helpline Number : ঝড়ের মাঝেই ট্রেন যাত্রা? যাত্রী সুরক্ষায় হেল্পলাইন নম্বর চালু রেলের – indian railway helpline number due to cyclone remal for the passengers


রিমেল ঝড় নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিপর্যয় মোকাবিলা বাহিনী, সংশ্লিষ্ট পুরসভা থেকে শুরু করে জেলা প্রশাসন বিপর্যয় মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। নবান্ন থেকে শুরু করে কলকাতা পুরসভা, এমনকি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তৈরি হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। এবার রেলের যাত্রীদের জন্য বিশেষ যোগাযোগ নম্বর দেওয়া হল রেলের তরফে।পূর্ব রেলওয়ে তরফে ইতিমধ্যে হাওড়া এবং শিয়ালদা সেকশনে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরগুলি চালু রাখা হয়েছে।এছাড়াও রেলের তরফে দুর্যোগ মোকাবিলায় নির্দিষ্ট টিম তৈরি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা কন্ট্রোল রুমের সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণ, একাধিক স্থানে বাতাসের গতি নিয়মিত পর্যবেক্ষণ, আবহাওয়া বিভাগের সঙ্গে যোগাযোগ বজায় রেখে ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করার কাজ শুরু করেছে রেল।

তবে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার নির্দিষ্ট হেল্পলাইন নম্বর চালু করল রেল। শিয়ালদা ডিভিশনের জন্য হেল্পলাইন নম্বর – 033-23508794 (DOT) & 033- 23833326 (Auto Phone), হাওড়া ডিভিশনের জন্য হেল্পলাইন নম্বর – 033-26413660 (DOT)। রেলযাত্রীদের যে কোনওরকম অসুবিধা বা বিপদের মোকাবিলায় এই নম্বরগুলিতে যোগাযোগ করা যাবে।

Cyclone Remal: সন্ধে থেকেই তুমুল দুর্যোগ সতর্কবার্তা হাওয়া অফিসের

ঝড়ের কারিনেই ইতিমধ্যেই বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। রবিবার হাওড়া-ব্যান্ডেল শাখায় মোট ৯ জোড়া লোকাল ট্রেন, শিয়ালদা দক্ষিণ শাখা ও হাসনাবাদ, বারাসত শাখায় রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করার কথা আগেই জানানো হয়েছে। রবিবার শিয়ালদা থেকে নামখানা, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, বজবজের একজোড়া করে ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঝড়ে ক্ষতির আশঙ্কা, টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা
পাশাপাশি, ঝড় মোকাবিলায় দক্ষিণ পূর্ব রেল একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছে। এদিন দুপুরের পর থেকেই শালিমার স্টেশনের ইয়ার্ডে দূরপাল্লার ট্রেনের চাকাকে রেললাইনের সঙ্গে চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছে। ট্রাক থেকে যাতে গড়িয়ে না যায় সেই কারণে এর পাশাপাশি চাকা গুলোতে ব্লক লাগানো হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *