Remal Cyclone Live Update,ধেয়ে আসছে সাইক্লোন ‘রিমেল’, কলকাতা সহ জেলাগুলিতে কী প্রভাব? জানাল আলিপুর – cyclone remal live update kolkata and north and south 24 parganas to witness heavy rainfall


রবিবারই আছড়ে পড়তে চলেছে সাইক্লোন রিমেল। ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে সাইক্লোনটির অবস্থান কোথায়? রিমেলের আছড়ে পড়ার জায়গা কি বদলাল?রবিবার দুপুর ১টা নাগাদ সাইক্লোন রিমেল-এর অবস্থান সম্পর্কে সাংবাদিক বৈঠক করেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিমেলের অবস্থান স্পষ্ট করেন।

কোথায় অবস্থান করছে সাইক্লোন রিমেল?

তিনি এই প্রসঙ্গে বলেন, ‘সকাল সাড়ে আটটা নাগাদ পাওয়া আপডেট মোতাবেক তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর দিকে এগোচ্ছে রিমেল। এই মুহূর্তে সমুদ্রে তার নিজস্ব গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ১১৫ কিলোমিটার । বাংলাদেশের মংলা থেকে সরাসরি ২৬০ কিলোমিটার দক্ষিণ এবং খেপুপাড়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে তা অবস্থান করছে। সাগরদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে এবং দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এই মুহূর্তে অবস্থান করছে রিমেল।

কোথায় আছড়ে পড়বে সাইক্লোন রিমেল?

বাংলাদেশের মংলাতে এই সাইক্লোনটির ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার রাতে। সেই সময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার।

কী প্রভাব বঙ্গে?

রিমেলের প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে রবি এবং সোমবার লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। কলকাতায় ঝড়ের গতি সর্বোচ্চ হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার। এছাড়াও হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার নদিয়াতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। এই সময় সমুদ্র উত্তাল হতে পারে। জলোচ্ছ্বাস হচ্ছে শনিবার থেকে।

আবহাওয়ার উন্নতি কবে?

সোমবার বিকেল থেকেই ধীরে ধীরে উন্নতি হবে পরিস্থিতি। মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে।

১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ‘রিমেল’! বেশি প্রভাব দুই ২৪ পরগনায়, বাকি জেলাগুলির জন্য কী সতর্কতা?

প্রশাসনিক তৎপরতা

এদিকে পুরসভার তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কলকাতা এবং তার আশাপাশের অঞ্চলে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সমস্ত ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য শনিবার থেকে পুরকর্মীদের টানা চার দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পুরসভায় খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। যদি ঝড়ে কোনও গাছ পড়ে যায় তাহলে যাতে তা দ্রুত অপসারণ করা যায় সেই জন্য গাছ কাটার যন্ত্র-সরঞ্জাম এবং অত্যাধুনিক মেশিন এবং বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন কলকাতায় মেয়র ফিরহাদ হাকিম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *