Trinamool Congress : নির্বাচনের পর থেকেই প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক – murshidabad jangipur tmc mla jakir hossain got threat call ahead lok sabha election


তৃতীয় দফায় ভোট মিটেছে মুর্শিদাবাদ জেলায়। ভোট মেটার কয়েক সপ্তাহের মধ্যেই প্রাণনাশের হুমকি পেলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে তিনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।জাকির হোসেনের দাবি, প্রথমে তাঁকে হোয়াটসঅ্যাপ বার্তায় বোমা মেরে খুনের হুমকি দেওয়া হয়। এমনকি, তাঁকে ঝাড়খণ্ড থেকে এই হুমকি বার্তা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এখানেই থিম থাকেননি দুষ্কৃতীরা। তাঁকে ফোন করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন জাকির হোসেন।

তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি এই হুমকি মেল পাচ্ছেন। বাধ্য হয়ে তিনি এবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বিধায়কের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের সূত্রে ধরে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোন নম্বর থেকে তাঁর কাছে হুমকি ফোন বা হোয়াটসঅ্যাপ এসেছে সেটা খুঁটিয়ে দেখা হচ্ছে। সাইবার ক্রাইম বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।

জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের কাছে এই হুমকি ফোন আসায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। ভোট মেটার পরেই এই ধরনের হুমকি কেন আসছে, সে নিয়ে চিন্তায় রয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে বিধায়ক বলেন, ‘আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের গালিগালাজ করে বার্তা পাঠানো হয়েছে। লেখা হয়েছে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। সুতি থানায় আমি অভিযোগ করেছি। চাইব পুলিশ প্রশাসন যেন কড়া পদক্ষেপ নেয়।’

Abhishek Banerjee : মা দুর্গা নিয়ে রাজনীতি নয়, বার্তা অভিষেকের
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে নিমতিতা রেল স্টেশনে বোমা বিস্ফোরণে আহত হয়েছিলেন তিনি। সেই ঘটনায় মোট ২৭ জন যাত্রী আহত হয়েছিলেন। যদিও, ধাক্কা সামলে তিনি ভোটের ময়দানে নেমে জয়ী হয়েছিলেন। সেই বিস্ফোরণের ঘটনার এখনও তদন্ত চলছে। সেই বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে NIA । তার মধ্যে ফের প্রাণনাশের হুমকি পাওয়ায় নতুনা করে উৎকণ্ঠা তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *