BJP Vs TMC : দুর্যোগের মাঝেও কলকাতায় ‘ড্রোন শো’ বিজেপির, ‘এত নির্লজ্জ!’ সমালোচনা তৃণমূলের – tmc criticised drone show by bjp at shahid minar maidan kolkata ahead lok sabha election


লোকসভা নির্বাচনের শেষলগ্নে উপস্থিত গোটা দেশ। বাংলায় আগামী ১ জুন সপ্তম দফার নির্বাচন সংগঠিত হবে। এর মধ্যে রবিবার থেকে প্রাকৃতিক দুর্যোগে জেরবার গোটা শহর। একাধিক গাছ পড়ে, বিদ্যুৎ সুযোগ বিচ্ছন্ন হয়ে, রাস্তায় জল জমে জনজীবন ব্যাহত। এর মাঝেই, আজ সোমবার সন্ধ্যায় কলকাতা শহিদ মিনারের তলদেশে একটি ‘ড্রোন শো’-এর আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। যা নিয়ে চরম কটাক্ষ তৃণমূল কংগ্রেসের।আগামীকাল, সপ্তম দফার আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল, কলকাতায় একটি রোড শো করার কথা রয়েছে তাঁর। তার আগেই বিজেপির তরফে একটি লেজার শোয়ের আয়োজন করা হয়েছে সোমবার। আজ, সন্ধ্যায় সাতটায় শহিদ মিনার ময়দানে একটি ‘ড্রোন শো’এর আয়োজন করা হয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র অমিত মালব্য বিষয়টি নিয়ে টুইট করেছেন। সেই টুইটে কলকাতার নাগরিকদের এই ‘ড্রোন শো’তে অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন।


কলকাতায় এমন দুর্যোগের মাঝে মানুষের জনজীবন যখন ব্যাহত, তার মাঝেই নির্বাচনী ফায়দা তুলতে এই ‘ড্রোন শো’ আয়োজনের যৌক্তিকতা কথা? তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই শো-এর চূড়ান্ত বিরোধিতা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।

‘ঈশ্বরের দূত হলে তুমি মন্দিরে থাকো, প্রদীপ জ্বেলে দেব, তুলসীপাতা দেব’ কটাক্ষ মমতার

তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ-এ জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে জেরবার শহর কলকাতা। তা সত্ত্বেও ‘প্রভু’ মোদীকে সন্তুষ্ট করতে শহরে তাঁর ‘আবির্ভাবের’ আগের দিন, অর্থাৎ সোমবার সন্ধেয় শহিদ মিনার চত্বরে লেজার শো আয়োজন করছে বিজেপি! তৃণমূলের বক্তব্য, ‘তাদের এতই ঔদ্ধত্য যে, দুর্যোগ সত্ত্বেও মানুষকে দলে দলে সেই অনুষ্ঠানে সামিল হওয়ার নির্দেশ দিচ্ছে! কোনও রাজনৈতিক দল এতটা নীচে কীভাবে নামতে পারে যে ভয়াবহ বিপদ ঘটতে পারে জেনেও, মানুষকে সেই বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে! এই নির্লজ্জদের ধিক্কার!’

BJP West Bengal : সুপ্রিম কোর্টে ধাক্কা BJP-র, বিজ্ঞাপন নিয়ে পদ্ম শিবিরের আবেদন খারিজ
প্রসঙ্গত, আগামীকাল রাজ্যে শেষ দফা নির্বাচনের আগে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালকেই উত্তর ২৪ পরগনায় অশোকনগর একটি সভার আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। সেই সভায় উপস্থিত থাকবেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর বিকেল ৪ টে থেকে সভা করবেন প্রধানমন্ত্রী। এরপর কলকাতায় একটি রোড শোতে অংশগ্রহণ করবেন মোদী। তবে, এবার টানা দুদিনের সফরে আসছেন তিনি। ২৮ তারিখের পর বুধবার ২৯ তারিখ দক্ষিণ ২৪ পরগনা জেলায় মথুরাপুরে সভা করার কথা রয়েছে তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *