কলকাতায় এমন দুর্যোগের মাঝে মানুষের জনজীবন যখন ব্যাহত, তার মাঝেই নির্বাচনী ফায়দা তুলতে এই ‘ড্রোন শো’ আয়োজনের যৌক্তিকতা কথা? তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই শো-এর চূড়ান্ত বিরোধিতা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।
তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ-এ জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে জেরবার শহর কলকাতা। তা সত্ত্বেও ‘প্রভু’ মোদীকে সন্তুষ্ট করতে শহরে তাঁর ‘আবির্ভাবের’ আগের দিন, অর্থাৎ সোমবার সন্ধেয় শহিদ মিনার চত্বরে লেজার শো আয়োজন করছে বিজেপি! তৃণমূলের বক্তব্য, ‘তাদের এতই ঔদ্ধত্য যে, দুর্যোগ সত্ত্বেও মানুষকে দলে দলে সেই অনুষ্ঠানে সামিল হওয়ার নির্দেশ দিচ্ছে! কোনও রাজনৈতিক দল এতটা নীচে কীভাবে নামতে পারে যে ভয়াবহ বিপদ ঘটতে পারে জেনেও, মানুষকে সেই বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে! এই নির্লজ্জদের ধিক্কার!’
প্রসঙ্গত, আগামীকাল রাজ্যে শেষ দফা নির্বাচনের আগে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালকেই উত্তর ২৪ পরগনায় অশোকনগর একটি সভার আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। সেই সভায় উপস্থিত থাকবেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর বিকেল ৪ টে থেকে সভা করবেন প্রধানমন্ত্রী। এরপর কলকাতায় একটি রোড শোতে অংশগ্রহণ করবেন মোদী। তবে, এবার টানা দুদিনের সফরে আসছেন তিনি। ২৮ তারিখের পর বুধবার ২৯ তারিখ দক্ষিণ ২৪ পরগনা জেলায় মথুরাপুরে সভা করার কথা রয়েছে তাঁর।