Cyclone Remal: রিমেলের দাপটে ভেঙে পড়ল গাছ, সায়ন্তিকাকে নিয়ে ময়দানে সৌগত – tmc candidate saugata roy and sayantika banerjee started removing trees from road in cyclone remal watch video


Embed

রবিবার রাতেই ল্যান্ডফল করেছে সাইক্লোন রিমেল। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গতকাল থেকেই চলছে ঝড়-বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়ার দাপট। শহরজুড়ে ভেঙেছে গাছ। ফলে একাধিক অংশে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। কোথাও আবার রাস্তা ভাসছে জমা জলে। এই পরিস্থিতিতে সকাল সকাল রাস্তা থেকে গাছ সরানোর কাজে নেমে পড়েছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। তার সঙ্গে ছিলেন বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো জেসিবি চালিয়ে ভাঙা গাছ সরাতে দেখা গেল বর্ষীয়ান প্রার্থী এবং সায়ন্তিকাকে। অন্যদিকে প্রবল ঝড়ের কারণে বরানগরের বেঙ্গল ইমিউনিটি ওষুধ কারখানার একটি ৭০ ফুটের লম্বা চিমনি ভেঙে ক্ষতিগ্রস্ত হয় আটটি গাড়ি। সেই এলাকাও পরিদর্শন করেন তৃণমূলের দুই প্রার্থী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *