Cyclone Remal Update : দুর্যোগের জেরে ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তির ছবি! – cyclone remal update local trains closed on sealdah south branch daily passengers face suffering watch video


Embed

ঘূর্ণিঝড়ের জেরে রবিবার রাতভর দুর্যোগের পর সোমবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। সোমবারও দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, সপ্তাহের প্রথম দিনে অনেকেরই কাজে যাওয়ার তাড়া। শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল ৯টা পর্যন্ত বন্ধ ট্রেন চলাচল। যার জেরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। প্রথমে সকাল ৬টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকার কথা থাকলেও। পরে সময় বারিয়ে ৯টা পর্যন্ত করা হয়েছে। সকাল থেকেই নিত্য যাত্রীদের ভড়ি দেখা গিয়েছে বিভিন্ন স্টেশনে। রাত থেকেই যাত্রীদের নিয়ে আটকে রয়েছে বহু ট্রেন দাবি যাত্রীদের। সব মিলিয়ে দুর্যোগের জেরে চরম ভোগান্তির মুখে নিত্য় যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *