Electricity Complaint : বিদ্যুৎ পরিষেবায় ধাক্কা রিমেলের, কাজ চলছে কোথায়? তথ্য দিলেন অরূপ – west bengal electricity problem after remal cyclone described by aroop biswas


রিমেল দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছে একাধিক জেলায়। বিদ্যুতের পোস্ট, ট্রান্সফরমার, ওভারহেড মেন লাইনের তার ছিঁড়ে ক্ষতি হয়েছে একাধিক জেলায়। আজ বিকেল তিনটে পর্যন্ত রিপোর্ট বিদ্যুৎ দফতরের কাছে এসে পৌঁছেছে। কোন জেলায় কত ক্ষতি হয়েছে, বিদ্যুৎ পরিষেবার সার্বিক অবস্থার কথা জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।ঝড়ে টোটাল সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল ৬২টি। মন্ত্রী জানান, হাই টেনশন লাইনের উপর যদি গাছ পড়ে যায় তাহলেই এই সাবস্টেশনগুলি বন্ধ হয়ে যায়। সে কারণেই ৬২টি সাবস্টেশন বন্ধ হয়ে গিয়েছিল। দুপুর ৩ টে পর্যন্ত ৪৯ টা সাবস্টেশন পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এর পাশাপাশি বিদ্যুতের পোল ড্যামেজ হয়েছে ২,৩৫০ টি। কন্ডাক্টর স্ন্যাপিং ৩৮০ কিমি, ইন্সুলেটর ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪০০টি, ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪০টি।

বিদ্যুতের তার বা পোস্টের উপর গাছের ডাল পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক জায়গায় জল জমে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। মন্ত্রী জানান, জল জমার কারণে যে সমস্ত এলাকায় কাজ করতে দেরি হচ্ছে সেগুলি হল – সরবেড়িয়া, জেলিয়াখালী, হিঙ্গলগঞ্জ (উত্তর ২৪ পরগনা)। এছাড়াও গোবরডাঙ্গা, সেরাপোল, হারোয়া,, ঠাকুরনগর, গাইঘাটা (উত্তর ২৪ পরগনা), নবদ্বীপ থেকে শ্রীরামপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় কাজের অনেকটা বিলম্ব হয়েছে।

Cyclone Remal: দক্ষিণবঙ্গে দুর্যোগ কমলেও উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বিদ্যুৎ দফতরের হিসেব অনুযায়ী, এলটি পোল ভেঙে পড়েছিল বালিগঞ্জ সার্কুলার রোড, বোসপুকুর এলাকায়। তবে ৩ টি জায়গাতেই সেগুলি পুনরুদ্ধার করা গিয়েছে। পূর্বাচল মেন রোড, চক গড়িয়া, নয়াবাদ, বনমালী নস্কর রোড, গোপাল মিশ্র রোড, ঠাকুরপুকুর, ঈশান ঘোষ রোড, আন্দুল রোড, মহেশতলা, পানিহাটি, MB রোড, গোরোক্ষবাসি, লিলুয়া, দক্ষিণ বক্সারা, পঞ্চান্ন গ্রাম সহ মোট ৪৯টি জায়গায় এলটি ওভারহেড মেইন লাইনের ক্ষতিগ্রস্ত হলেও সেটা পুনরুদ্ধার করা গিয়েছে। তবে, শিবপুর, সাঁকরাইল, সিঁথি, বনহুগলি, বদরা, গোপাল মিশ্র রোড, CPC হসপিটালের কাছে এলটি পোস্ট পুনরুদ্ধার করা যায়নি এখনও। দুর্গা প্রসন্ন পরমহংস রোড, বাঘাযতীন, মুকুন্দপুর, লেকটাউন, রাজকুমার মুখার্জী রোড, শিবরামপুর, লাক্সারপাড়া ওভারহেড তারে এখনও কাজ চলছে।

শক্তি হারাচ্ছে রিমেল, মঙ্গলেও কমলা সতর্কতা, কতদিন চলবে বৃষ্টি?
সোমবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে তিনি জানান, প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা কারোর নেই। এরপরেও রিমেলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় নিরলস কাজের জন্য বিদ্যুৎ দফতরের কর্মী এবং আধিকারিকদের ধন্যবাদ জানান তিনি। বিশেষ করে বিদ্যুৎ দফতরের কর্মীরা তাঁদের জীবন হাতে নিয়ে কাল রাতে ওই দুর্যোগের মধ্যে দিয়েও কাজ শুরু করেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *