সেখানে এসে বিমান চলাচল বন্ধ জেনে তাঁরা বিমানসংস্থার উপরেই ক্ষোভ উগরে দেন। অনেক যাত্রী আবার বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরত নিতে কিংবা রিশিডিউলড বিমানের টিকিট কাটতেও বিভিন্ন বিমান সংস্থার কাউন্টারে ভিড় জমান।
কলকাতায় এদিন শেষ বিমান অবতরণ করে সকাল ১১টা ৯ মিনিটে। বারাণসী থেকে এসেছিল ইন্ডিগোর বিমান। আর শেষ বিমান উড়েছে বেলা ১২টা ১৬ মিনিটে। ইন্ডিগোর একটি বিমান বেঙ্গালুরুর উদ্দেশে উড়ে যায়। ৩২টি অন্তর্দেশীয় বিমান, চারটি আন্তর্জাতিক, একটি কার্গো এবং দু’টি নন-শিডিউলড ফ্লাইট মিলিয়ে মোট ৩৯টি বিমান এদিন কলকাতায় অবতরণ করে। আর ৪১টি বিমান কলকাতা থেকে উড়ে বিভিন্ন শহরে যায়।
বিহারের বাসিন্দা মহম্মদ নাসিরউদ্দিন রবিবার বিকালে কলকাতা বিমানবন্দরে এসেছিলেন সোমবার সকাল ৬টায় আন্দামানের বিমান ধরবেন বলে। বিমান উড়বে না শুনে তিনি মুষড়ে পড়েন। তাঁকে বিমান সংস্থা কিছু জানায়নি বলে অভিযোগ করেন। কলকাতায় সবচেয়ে বেশি যাত্রী পরিষেবা দেয় ইন্ডিগো।
এদিন ইন্ডিগো কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানান, সাইক্লোন রিমেলের জন্য কলকাতায় ইন্ডিগোর কিছু বিমান বাতিল হয়েছে, আবার কিছু বিমান রিশিডিউল করা হয়েছে। সামাজিক মাধ্যমে আপডেট দেওয়া হচ্ছে যাতে যাত্রীরা অসুবিধার মধ্যে না পড়েন।