Flight Cancelled Due To Cyclone : বাতিল ৩০০ বিমান, আগাম বার্তা না ভোগান্তিতে পঞ্চাশ হাজারের বেশি যাত্রী – flight canceled due to cyclone remal more than fifty thousand passengers suffered


এই সময়: ঘূর্ণিঝড় রিমেলের সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে সতর্কতা হিসাবে নজিরবিহীনভাবে কলকাতা বিমানবন্দরে একটানা ২১ ঘণ্টা অপারেশন বন্ধ রাখার আগাম ঘোষণা শনিবারই করা হয়েছিল। যার জেরে সাড়ে তিনশোর বেশি বিমান বাতিল হয়েছে। ভোগান্তিতে পড়েছেন পঞ্চাশ হাজারের বেশি যাত্রী।যদিও আগাম ঘোষণা সত্ত্বেও অনেক বিমানযাত্রীর অভিযোগ, এদিন দুপুর বারোটা থেকে ‘ফ্লাইট অপারেশন’ বন্ধ এমন খবর তাঁদের জানা ছিল না। অনেকের আবার দাবি, তাঁরা সংশ্লিষ্ট বিমানসংস্থার থেকে কোনও ই-মেল বা এসএমএস-ও পাননি। কেউ কেউ এদিন লাগেজ নিয়েই বিমান ধরতে আসেন কলকাতা বিমানবন্দরে।

সেখানে এসে বিমান চলাচল বন্ধ জেনে তাঁরা বিমানসংস্থার উপরেই ক্ষোভ উগরে দেন। অনেক যাত্রী আবার বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরত নিতে কিংবা রিশিডিউলড বিমানের টিকিট কাটতেও বিভিন্ন বিমান সংস্থার কাউন্টারে ভিড় জমান।

কলকাতায় এদিন শেষ বিমান অবতরণ করে সকাল ১১টা ৯ মিনিটে। বারাণসী থেকে এসেছিল ইন্ডিগোর বিমান। আর শেষ বিমান উড়েছে বেলা ১২টা ১৬ মিনিটে। ইন্ডিগোর একটি বিমান বেঙ্গালুরুর উদ্দেশে উড়ে যায়। ৩২টি অন্তর্দেশীয় বিমান, চারটি আন্তর্জাতিক, একটি কার্গো এবং দু’টি নন-শিডিউলড ফ্লাইট মিলিয়ে মোট ৩৯টি বিমান এদিন কলকাতায় অবতরণ করে। আর ৪১টি বিমান কলকাতা থেকে উড়ে বিভিন্ন শহরে যায়।

Cyclone Remal Update : আজ মাঝরাতেই হানা রিমেলের, দুর্যোগ-চিন্তায় বাতিল ট্রেন-বিমান

বিহারের বাসিন্দা মহম্মদ নাসিরউদ্দিন রবিবার বিকালে কলকাতা বিমানবন্দরে এসেছিলেন সোমবার সকাল ৬টায় আন্দামানের বিমান ধরবেন বলে। বিমান উড়বে না শুনে তিনি মুষড়ে পড়েন। তাঁকে বিমান সংস্থা কিছু জানায়নি বলে অভিযোগ করেন। কলকাতায় সবচেয়ে বেশি যাত্রী পরিষেবা দেয় ইন্ডিগো।

এদিন ইন্ডিগো কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানান, সাইক্লোন রিমেলের জন্য কলকাতায় ইন্ডিগোর কিছু বিমান বাতিল হয়েছে, আবার কিছু বিমান রিশিডিউল করা হয়েছে। সামাজিক মাধ্যমে আপডেট দেওয়া হচ্ছে যাতে যাত্রীরা অসুবিধার মধ্যে না পড়েন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *