Kolkata Airport,কলকাতা বিমানবন্দরে চালু পরিষেবা, অবশেষে স্বস্তিতে যাত্রীরা – kolkata airport has resumed flight service


প্রায় ২৪ ঘণ্টা পর চালু হল কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা। সকাল ৮টা ৫৯ মিনিটে চালু হয়ে যায় বিমান ওঠানামার প্রক্রিয়া। তবে এখন পর্যন্ত যা জানা গিয়েছে, সেই অনুযায়ী প্রায় ৪০০ উড়ান বাতিল করা হয়েছে। ফলে পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলেই বিমানবন্দর সূত্রে খবর।রবিবার বেলা ১২টা থেকে বন্ধ ছিল কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা। চালু হওয়ার কথা ছিল সোমবার সকাল ৯টা নাগাদ। কিন্তু নির্ধারিত সময়ের ১ মিনিট আগেই বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হওয়ার কারণেই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই কারণেই সকাল ৮টা ৫৯ মিনিটে চালু হয়ে যায় বিমান ওঠানামার প্রক্রিয়া। তবে পরিষেবা চালু হলেও তা পুরপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলেই বিমানবন্দর সূত্রে খবর পাওয়া যাচ্ছ।

ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবের আশঙ্কায় বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। আঅর সেই কারণেই রবিবার দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের একাংশের। আজ সোমবার তা সকাল ৯টা নাগাদ চালু হওয়ার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত দেখা যায়, পূর্ব নির্ধারিত সময়ের ১ মিনিট আগে, অর্থাৎ সকাল ৮টা ৫৯ মিনিটে পরিষেবা চালু করে দেওয়া হয়।

এদিকে পরিষেবা চালু হয়েছে শিয়ালদা ডিভিশনেও। সোমবার পূর্ব রেলের তরফে এমনটাই জানান হয়। এই বিষয়ে পূর্ব রেলের তরফে জানান হয়েছে, সকাল ৯টা থেকে শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায় ট্রেন চলছে। এছাড়া শিয়ালদা ডিভিশনের অন্য সমস্ত সেকশনেও ট্রেন পরিষেবা অন্যান্য দিনের মতোই আবারও চালু করা গিয়েছে।

ঘূর্ণিঝড় রিমেলের দুর্যোগের জেরে গতকাল রাত ১১টার পর থেকেই কার্যত থমকে যায় শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। শিয়ালদা দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। এমনকী আজ সকালেও বভিন্ন একাধিক ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে সকাল ৬টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে বলে জানা গিয়েছিল। কিন্তু শিয়ালদা সাউথ সেকশনে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে লাইনের উপরে। যার জেরে সকাল ৬টাতেও ট্রেন চালু করা সম্ভব হয়নি। পরবর্তীতে জানা যায় সকাল ৯টা নাগাদ চালু হতে পারে ট্রেন পরিষেবা। তারপরেই রেলের তরফে পরিষেবার শুরু হয়েছে বলে জানান হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *